
আমাদের ভারত, আলিপুরদুয়ার, ৩০ জানুয়ারি:
চা-বাগানে ট্রাক্টর নিয়ে কাজে বেরিয়ে দুর্ঘটনার কবলে পড়ল আলিপুরদুয়ারের কালচিনি চা-বলয়ের সাঁতালি চা বাগানের ট্রাক্টর চালক জটু মিঞ্জ(৪৫)। বাগান থেকে ট্র্যাক্টর নিয়ে বেরনোর সময় আচমকাই চাকা খুলে ভেঙ্গে পড়ে ট্র্যাক্টরটি। মারাত্মক জখম অবস্থায় তিনি ট্র্যাক্টেরর নিচে প্রায় পঁয়তাল্লিশ মিনিট আটকে থাকেন। সেখান থেকে তাঁকে উদ্ধারের পর মৃত্যু হয় ওই চালকের।
এই দুর্ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ ছড়ায় বাগান শ্রমিকদের মধ্যে। কারণ দীর্ঘ দিনের ওই জীর্ণ ট্র্যাক্টর দিয়েই চা বাগান কর্তৃপক্ষ কাজ চালিয়ে যাচ্ছিলেন বলে শ্রমিকদের অভিযোগ। বার বার আবেদন করা সত্ত্বেও ওই মান্ধাতা আমলের ট্র্যাক্টর গুলির রক্ষণাবেক্ষণ করা হচ্ছিল না।ওই চালকের মৃত্যুর ঘটনায় ক্ষুব্ধ শ্রমিকরা কাজ বন্ধ করে দিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন উপযুক্ত ক্ষতিপূরনের দাবিতে। চা-বাগানের ম্যানেজারকে ঘিরে ধরেও চলে বিক্ষোভ। খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠিয়েছে জয়গাঁ থানার হাসিমারা ফাঁড়ির পুলিশ।
স্থানীয় চা-শ্রমিক নজরুল জানান,”দীর্ঘদিন ধরেই জরাজীর্ণ অবস্থায় জোর করেই চালানো হচ্ছিল ট্রাক্টরটি। আমরা চা-বাগান কর্তৃপক্ষকে বার বার বলা সত্বেও কোন কাজ হয়নি।যার ফলে আজ আমরা আমাদের এক সহকর্মীকে হারালাম।আমাদের দাবি, তার পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে।