সিএবি ও এনআরসি বাতিলের দাবিতে বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ডিএসও’র

আমাদের ভারত, মেদিনীপুর, ১২ ডিসেম্বর: পাহাড় থেকে সাগর মহারাষ্ট্র থেকে অসম গোটা দেশ উত্তাল নাগরিকত্ব সংশোধনী বিল সিএবি ও এনআরসি বাতিলের দাবিতে। ইতিমধ্যেই অসম সহ পূর্ব ভারতে জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলন দমন করতে জারি করা হয়েছে কার্ফু। কেন্দ্র সরকারের বিরুদ্ধে ক্ষোভের আগুন আজ রাস্তায়। সেই আন্দোলনের সাথেই গলা মেলালো বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের একাংশ ছাত্রছাত্রীরা। ছাত্র সংগঠন ডিএসও’র নেতৃত্বে এদিন সিএবি ও এনআরসি বিরোধী পোস্টার নিয়ে প্রশাসনিক ভবনের সামনে তারা বিক্ষোভ দেখায়।

ডিএসও নেতা তাপস জানা বলেন, ‘সাভারকারের দ্বিজাতি তত্বকে সামনে রেখেই কেন্দ্রের বিজেপি সরকার এদেশে হিন্দুত্ব প্রতিষ্ঠা করতে চাইছে যা আমাদের দেশের সংবিধান তথা স্বাধীনতা আন্দোলনের শহিদদের অবমাননা।’ তিনি আরো বলেন, ‘আজ যখন গোটা দেশে অর্থনৈতিক সঙ্কট, কোটি কোটি বেকার, প্রতিদিন ছাঁটাই, রাষ্ট্রীয় সম্পদের বিক্রি, শিক্ষার বেসরকারিকরণ, ছাত্রীর সম্ভ্রম লুণ্ঠন চলছে তখন মানুষের দৃষ্টি ঘোরাতেই এই ঘৃণ্য কৌশল।’ এই বিল গোটা দেশে জাতপাত ও সাম্প্রদায়িক বিভাজন সৃষ্টি করবে এবং “নানা ভাষা, নানা মত, নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান” ধারণাটাই বদলে দেবে বলেও তিনি জানান। তাই এই বিল বাতিলের দাবিতে গোটা দেশের সাথে ডিএসও লড়াই চালিয়ে যাবে বলে তিনি ঘোষণা করেন।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here