মেদিনীপুর জেলা জুড়ে প্রশাসনিক ভবনের সামনে ডিএসও’র বিক্ষোভ

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২ জুলাই: তিন মাস ধরে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায়  ছাত্র ছাত্রীরা দিশাহীন অবস্থায় বাড়িতে বন্দি রয়েছেন। এই অবস্থায় ছাত্র ছাত্রীদের পাশে দাঁড়াল ছাত্র সংগঠন অল ইন্ডিয়া ডিএসও। বৃহস্পতিবার ডিএসওর পশ্চিম মেদিনীপুর জেলা কমিটি মেদিনীপুর, বেলদা, সবং, পিংলা সহ সারা জেলা জুড়ে প্রশাসনিক ভবন গুলোতে বিক্ষোভ প্রদর্শনের কর্মসূচি নেয়। শিক্ষায় ফি মকুব, ছাত্র ছাত্রীদের জন্য ফ্রি বাস পাস এবং লকডাউন পরিস্থিতিতে মেসের ভাড়া, বিদ্যুতের বিল সহ সমস্ত রকম আর্থিক দায়ভার সরকারকে নিতে হবে এই দাবি তুলে তাদের এই কর্মসূচি।

বেলদায় বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দিয়ে ডিএসও ‘র জেলা সম্পাদক ব্রতীন দাস বলেন ” লকডাউন পরিস্থিতিতে মাধ্যমিকের ফলাফল ঘোষণার পর একাদশ শ্রেণিতে ভর্তি শুরু হবে, আমরা দাবি করছি একাদশ শ্রেণিতে ভর্তির ফি সহ সমস্ত স্কুল-কলেজের ফি মকুব করতে হবে এবং ছাত্র ছাত্রীদের এই অসহায় অবস্থায় ফ্রি বাস পাসের ব্যবস্থা করতে হবে।

মেদিনীপুরে বিক্ষোভ মিছিল কালেক্টরি থেকে ডিএম গেটে বিক্ষোভের পর ডিআই অফিসে উদ্দেশ্যে রওনা হয়। নেতৃত্ব দেন জেলা সভাপতি বিশ্বরঞ্জন গিরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *