ধর্মঘটকে কেন্দ্র করে ডিএসও ও টিএমসিপি সংঘর্ষ, উত্তপ্ত মেদিনীপুর কলেজ

পার্থ খাঁড়া, আমাদের ভারত, ১০ মার্চ: ছাত্র বিক্ষোভ ও অবস্থান আন্দোলনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠলো মেদিনীপুর কলেজ। শুক্রবার বেলায় সংঘর্ষ বাধে টিএমসিপি ও ডিএসও সদস্যদের মধ্যে। ঘটনায় দুই পক্ষেরই এক জন করে সদস্য আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

শুক্রবার সকাল থেকে মেদিনীপুর কলেজের গেট আটকে প্ল্যাকার্ড নিয়ে স্লোগান সহ অবস্থান বিক্ষোভ শুরু করেন ডিএসও সদস্যরা৷ সেই সময়েই টিএমসিপি সদস্য কলেজে ঢোকার দাবি জানিয়ে সরব হন। বচসা ও হাতাহাতিতে জড়ায়। ডিএসও সদস্যদের অভিযোগ, টিএমসিপি সদস্যরা অধিকাংশই প্রাক্তন ছাত্র ও বহিরাগত। তারা বিক্ষোভ চলাকালীন হামলা চালান। বচসা ও বিক্ষোভের মাঝেই পুলিশি নিরাপত্তায় কলেজের অধ্যক্ষ ও অধ্যাপকরা এবং বেশ কিছু ছাত্রছাত্রী কলেজে প্রবেশ করেন। এখনও ডিএসও’র অবস্থান বিক্ষোভ চলছে বলে জানা গিয়েছে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here