টানা দুদিন এফসিআই গোডাউনের কাজ বন্ধ থাকায় বিপাকে রাজ্যের রেশনিং ব্যাবস্থা

স্নেহাশিস মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৯ ডিসেম্বর: বুধবারের পর বৃহস্পতিবারও শ্রমিক ধর্মঘটের জেরে বন্ধ থাকলো নদিয়ার কল্যাণী এফসিআই গোডাউনের লোডিং আনলোডিংয়ের কাজ। আর টানা দুদিন লোডিং আনলোডিং বন্ধ থাকায় বিপাকে রাজ্যের রেশনিং ব্যবস্থায় পণ্য সরবরাহের কাজ। এফসিআই ওয়াকার্স ইউনিয়নের ব্যানারে প্রায় ৪৫০ জন শ্রমিক বুধবার থেকে অনির্দিষ্ট কালের জন্য এই আন্দোলন শুরু করেছেন।

সূত্রের খবর, কল্যাণী এফসিআইয়ের গোডাউন থেকে রাজ্যের অন্তত 8 টি জেলায় রেশন সামগ্রী পৌঁছায়। আর এর ফলে লোডিং আনলোডিং বন্ধ থাকায় স্বাভাবিক ভাবেই রাজ্যের রেশনিং ব্যবস্থায় প্রভাব পড়তে পারে। শ্রমিকদের অভিযোগ, এফসিআই ম্যানেজমেন্ট গত কয়েকদিন আগে সিউড়ি থেকে ২৬ জনের একটি শ্রমিক দলকে কল্যাণীতে পাঠায়। এর পরই কল্যাণী এফসিআইয়ের শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা যায়।শ্রমিকদের অভিযোগ, ২৬ জনের নতুন শ্রমিক গ্যাং এর জন্য অন্য শ্রমিকদের কাজের সমস্যা হতে পারে। পাশাপাশি কল্যাণী থেকেও শ্রমিকদের অন্যত্র স্থানান্তরিত করা হতে পারে এই আশঙ্কা থেকেই শ্রমিকদের এই আন্দোলন।শ্রমিকদের দাবি, ওই ২৬ জনকে অন্যত্র সরানো না হলে অনির্দিষ্ট কালের জন্য কাজ বন্ধ রেখে এই আন্দোলন তারা চালিয়ে যাবে। যদিও এই বিষয়ে ম্যানেজমেন্টের পক্ষ থেকে কোনও বক্তব্য পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *