করোনা ভাইরাসের কারণে পেট্রাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশি পর্যাটকদের যাতায়াত বন্ধ

আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ১২ মার্চ: কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা অনুযায়ী আগামী ১৩ মার্চ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত ভারত বাংলাদেশের সমস্ত ভিসা বাতিল করা হয়েছে। কিছুদিন ধরে পেট্রাপোল চেকপোস্টে সর্বোচ্চ সতর্কতা জারি করেছিল কেন্দ্রীয় স্বাস্থ্য দফতর। এরপরেও করোনা ভাইরাসের সংক্রামণ বেড়েই চলেছে। ইতিমধ্যে বিভিন্ন দেশের ভিসা বাতিল করার কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। আমদানি রফতানির কাজ চালু থাকলেও বন্ধ করে দেওয়া হবে বিদেশিদের যাতায়াত। এর ফলে মুখ থুবড়ে পড়বে সীমান্তের দুপাড়ের ব্যবসা।
ভারত-বাংলাদেশি ছাড়াও অনেক বিদেশি নাগরিক দু’দেশের মধ্যে যাতায়াত করেন। অতীতে চিনের নাগরিকও যাতায়াত করেছেন। এই সীমান্ত দিয়ে প্রতিদিন ছয় থেকে সাত হাজার মানুষ যাতায়াত করেন। যদিও এর মধ্যে বাংলাদেশ থেকে বেশি যাত্রী ভারতে আসেন।

পেট্রাপোল সীমান্তের ক্লিয়ারিং এজেন্টের সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী বলেন, সরকারি ভাবে ঘোষিত হয়েছে শুক্রবার থেকে বন্ধ হয়ে যাবে বিদেশিদের যাতায়াত। যদিও ভারতে আসা বাংলাদেশিরা ফিরে যেতে পারবেন। বাংলাদেশে থাকা ভারতীয়রা ফিরে আসতে পারবেন। তিনি বলেন, করোনা ভাইরাসের ফলে এমনিতেই পেট্রাপোল অচল হয়ে পড়েছে। তাঁর পাশাপাশি করোনা ভাইরাসের কারণে পণ্য বোঝাই ট্রাকে যে ভাবে চেকিং চলছে তাতে ক্ষতি হচ্ছে আমাদানি রফতানিতেও।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here