আদিবাসী কুড়মি সমাজের অবরোধে আদ্রা–পুরুলিয়ায় ট্রেন চলাচল বিপর্যস্ত, প্রচুর ট্রেন বাতিল

সাথী দাস, পুরুলিয়া, ২০ সেপ্টেম্বর: কুড়মি জাতিকে তপশিলি উপজাতি হিসেবে তালিকাভুক্ত করা, কুড়মালি ভাষাকে সংবিধানের অষ্টম তফসিলের অন্তর্ভুক্ত করা এবং সারণা ধর্মের কোড চালু করার দাবিতে অনির্দিষ্টকালের জন্য রেল অবরোধ কর্মসূচি পালন করছে আদিবাসী কুড়মি সমাজ। কুড়মালি ভাষায় এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে “রেল টেকা ও ডহর ছেঁকা”।

দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনের পুরুলিয়া–আদ্রা শাখার কুস্তাউর স্টেশনে আজ সকাল থেকে রেল অবরোধ চলছে।বিভিন্ন প্রান্ত থেকে সমাজের লোকজন জমায়েত হন এই স্টেশনে। লাইনের উপর শুয়ে চলছে অবরোধ। দাবির সপক্ষে চলছে স্লোগান। পরিস্থিতি উত্তপ্ত থাকায় প্রচুর রেল পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতির কথা ভেবে দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশন ৯টি ট্রেন বাতিল করেছে।

ওই শাখায় চলাচলকারি প্রচুর ট্রেনের যাত্রা পথ ঘুরিয়ে দেওয়া হয়েছে। বেশ কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। রেলের পক্ষ জানানো হয়েছে, আদ্রা বরকাখানা মেমু প্যাসেঞ্জার, পুরুলিয়া আদ্রা মেমু প্যাসেঞ্জার, পুরুলিয়া আদ্রা মেমু প্যাসেঞ্জার, আসানসোল রাঁচি প্যাসেঞ্জার ট্রেন বাতিল করা হয়েছে। এছাড়া পুরুলিয়া–হাওড়া এক্সপ্রেস, হাওড়া– পুরুলিয়া রূপসী বাংলা সহ প্রচুর ট্রেনের পুরুলিয়া থেকে আদ্রা যাত্রাপথ বাতিল করা হয়েছে।

রেল অবরোধের ফলে দূরপাল্লার ট্রেনগুলোতেও প্রভাব পড়েছে। এছাড়া কুসতাউর গ্রামে বরাকর–পুরুলিয়া রাজ্য সড়ক অবরোধ রয়েছে। অনির্দিষ্ট কালের জন্য এই কর্মসূচি চলবে বলে জানান আদিবাসী কুড়মি সমাজের নেতা অজিত প্রসাদ মাহাতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *