রাজ্য সরকারের উদাসীনতার কারণেই স্নাতকোত্তর স্তরে সাঁওতালি ভাষায় পড়াশোনা থেকে বঞ্চিত পড়ুয়ারা: সুভাষ সরকার

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৪ সেপ্টেম্বর: রাজ্য সরকারের উদাসীনতার কারণেই স্নাতকোত্তর স্তরে সাঁওতালি ভাষায় পঠন পাঠন থেকে বঞ্চিত হচ্ছে পড়ুয়ারা বলে মন্তব্য করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার। আজ এক সাংবাদিক সম্মেলনে তিনি একথা বলেন।

রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে এখনও পর্যন্ত সাঁওতালি ভাষায় পঠন পাঠন চালু না হওয়ায় আদিবাসী ছাত্রছাত্রীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। এবিষয়ে পড়ুয়ারা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ক‍রছেন। তার পরিপ্রেক্ষিতে এক প্রশ্নের জবাবে তিনি রাজ্য সরকারকে আদিবাসী বিরোধী বলে কটাক্ষ করে বলেন, রাষ্ট্রীয় শিক্ষা নীতি ২০২০ অনুযায়ী সমস্ত ভারতীয় ভাষাকে স্বীকৃতি জানানো হয়েছে। কিন্তু রাজ্য সরকার এ বিষয়ে উদাসীন।রাজ্য সরকার নির্দেশ না দেওয়ায় এই সমস্যা তৈরী হয়েছে।

এদিনের সাংবাদিক সম্মেলনে তিনি বিজেপি বিরোধী “ইনডিয়া”জোটকে কটাক্ষ করে বলেন, এই জোটের কোনও সামঞ্জস্য নেই। আসন ভাগাভাগি নিয়ে কংগ্রেস বামেদের সাথে সাথে তৃণমূলেরও কথাবার্তা চলছে।রাজ্যে এই তিন দল পরস্পর বিরোধিতা অর্থাৎ কুস্তি করছে আর দিল্লিতে দোস্তি চলছে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here