
পার্থ খাঁড়া, আমাদের ভারত, মেদিনীপুর, ১ এপ্রিল: কুড়মি জাতিকে তপশিলি উপজাতিভুক্ত করতে হবে, এমন একাধিক দাবিতে সকাল থেকে অবরুদ্ধ জঙ্গল মহলের বিভিন্ন জেলা। কুড়মালি ভাষাকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার পাশাপাশি সারণা ধর্মকে স্বীকৃতি দেওয়ার দাবিও জানিয়েছেন কুড়মি জাতির মানুষেরা।
মোট চার দফা দাবিতে শনিবার সকাল থেকে ঝাড়গ্ৰামের জামবনি মোড়ে এবং জাতীয় সড়ক লোধাশুলিতে পথ অবরোধ শুরু করেছে কুড়মি সমাজ।
এদিন সকাল ৬ টা থেকে বাঁকুড়া-ঝাড়গ্রাম রাজ্য সড়ক অবরোধ করা হয়। রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন কুড়মি সমাজের মানুষজন। এই অবরোধের জেরে সকাল থেকেই বাঁকুড়া-ঝাড়গ্রাম রাজ্য সড়কে যান চলাচল স্তব্ধ হয়ে যায়। সন্ধ্যা ৬ টা পর্যন্ত অর্থাৎ ১২ ঘণ্টা ধরে এই অবরোধ চলবে বলে জানানো হয়েছে। আগেও এভাবে রাস্তা, রেলপথ অবরোধ করে আন্দোলন করতে দেখা গিয়েছে কুড়মি সম্প্রদায়কে। তারপরও তাঁদের দাবি পূরণ হয়নি বলে অভিযোগ।
শিবাজী মাহাতো নামে কুড়মি সম্প্রদায়ের এক ব্যক্তি বলেন, ‘৭৩ বছর ধরে এই আন্দোলন চলছে। আমরা সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত হয়ে আছি। বারবার আন্দোলন করার পরও সরকার কোনও ভ্রূক্ষেপ করছে না। এবারও দাবি না মানা হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।’
ঝাড়গ্রাম থেকে কলকাতায় সাইকেল অভিযান করা হবে বলেও জানানো হয়েছে। শুধু একদিনের অবরোধ নয়, রবিবার থেকে বিভিন্ন কর্মসূচি রয়েছে এই কুড়মি সমাজের তরফে। ফলে জঙ্গলমহলের জনজীবন কার্যত স্তব্ধ হওয়ার আশঙ্কা রয়েছে। জাতীয় সড়ক ও রেল অবরোধ করার কর্মসূচিও রয়েছে কুড়মি সমাজের।