
আমাদের ভারত, মেদিনীপুর, ১৭ মার্চ: গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছেন এক প্রৌঢ। সোমবার ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের কাঁটাগেড়িয়া এলাকায়। নারায়ণগড় থানার পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেনl নিয়মিত তার চিকিৎসাও চলছিল। মৃতের নাম শশাঙ্ক পাত্র, বয়স-৫৩ বছরl
সোমবার দুপুরের খাবার খাওয়ার পর আর তার কোনও খোঁজ পাওয়া যায়নি। তার পরিবারের লোকজন বিকেল থেকে খোঁজ শুরু করেl সন্ধ্যার সময় তারা দেখতে পান বাড়ির চিলেকোঠায় গলায় দড়ি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় তার মৃত দেহটি ঝুলছে। এরপর বাড়ির লোকজন নারায়ণগড় থানার পুলিশে খবর দেনl পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশl