
সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ৫ অক্টোবর: বাঙালির কাছে দুর্গা পুজো মানেই রাত জেগে ঠাকুর দেখা, বন্ধুদের সঙ্গে আড্ডা আর জমিয়ে খাওয়া-দাওয়া। পুজোর কটা দিন বনগাঁ শহর যেন নতুন ভাবে সেজে ওঠে। অথচ সেই সাজের রোশনাইতে লেগে থাকে পাড়ায় পাড়ায় লাউডস্পিকারের শব্দ, বাজির গন্ধ, মূর্তির বিষাক্ত রং, আরও কত কী! তবে সময়ের সঙ্গে সঙ্গে শহরের বিভিন্ন পুজো কমিটি এই বিষয়গুলি নিয়ে সচতন হচ্ছে।
কয়েক দিন ধরে বন্ধুদের সঙ্গে আড্ডার পর আজ দশমী, মাকে বিদায় দেওয়ার পালা। বন্ধুদের সঙ্গে দশমীর দিনে বিজয়ার খাওয়াটা ছিল অন্য মাত্রায়। দুর্গা মাকে নিরাঞ্জনের পথে নিয়ে চলেছে বাড়ির পুজোগুলি। মহিলারা সিঁদুর খেলে বেশ গানের তালে তালে নাচ করছে। আমরাও বন্ধুদের সঙ্গে খাওয়া দাওয়ায় মেতে উঠেছি। শুধু মাত্র আর একটা দিন, তারপর সকলের সঙ্গে বিচ্ছিন্নতা। আবার এক বছর পর এই দিনটি আসবে। শুভ বিজয়ার শুভেচ্ছা জানাই সকল বন্ধু ও আমাদের ভারতের সকল দাদা বন্ধু ও ভাইয়েদের।