মানুষকে নাটকমুখী করার লক্ষ্যে দুর্গাপুরে শুরু হল গণনাট্য সংঘের ৭৫ বছর পূর্তিতে নানা অনুষ্ঠান

শ্রীরূপা চক্রবর্তী,আমাদের ভারত,১৭ নভেম্বর: আজকের প্রজন্মকে নাটকমুখি করতে দুর্গাপুরের বেনাচিতি অঞ্চলে বাম মনস্ক মানুষের উদ্যোগে গণনাট্যের ৭৫ বছর পূর্তি উপলক্ষে বেশ কিছু অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পথনাটক, সেমিনার,পদযাত্রা, গানের অনুষ্ঠান ছাড়াও নানা ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এক মাসের বেশি সময় ধরে বেনাচিতি সহ সংলগ্ন এলাকায় এই অনুষ্ঠান গুলি চলবে বলে জানিয়েছেন কমিটির সম্পাদক বিপ্লব সামন্ত। মূলত আজকের প্রজন্মের কাছে গণনাট্যের ইতিহাস, তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরতেই এই উদ্যোগ তারা নিয়েছেন বলে জানান তিনি।

নাটকের মধ্য দিয়ে মানুষের অধিকার সম্পর্কে সচেতনতা সৃষ্টি ও শোষণের বিরুদ্ধে প্রতিবাদ করাই ছিল গণনাট্য সংঘের মূল লক্ষ্য।সেই উদ্দ্যেশেই ১৬ ও ১৭ নভেম্বর বেনাচিতির একাধিক জায়গায় কলকাতার ঊইনি নাট্যগোষ্ঠী পথ নাটক প্রদর্শন করে। একটি মোরগের কাহিনী,জলিটিক্স, মুক্তধারার মত ছোট নাটক, গান ও কবিতা তারা মানুষকে উপহার দেন।


বর্তমান আর্থ-সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়েই নাটকের বিষয় বস্তু গুলি বেছে নেওয়া হয়েছে বলে জানান বিপ্লব বাবু। দুদিনে মোট ১৩ টি নাটক মঞ্চস্থ করে ঊইনি নাট্য গোষ্ঠী। রাস্তার ধারে এই পথ নাটক দেখতে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।
ঊইনি ছাড়াও নভেম্বরের ২৩,২৪ ও ২৫ তারিখ দুর্গাপুরের একাধিক নাট্যদলও নাটক প্রদর্শন করবে।

পথ নাটক ছাড়াও স্থানীয় স্কুল গুলোতে নানা ধরনের প্রতিযোগিতার আয়োজন করছে এই কমিটি। স্কুল পার্লামেন্ট অর্থাৎ নাট্যরূপে সংসদের মত প্রতিযোগিতার মধ্যে দিয়ে আজকের সময়ে তাৎপর্য পূর্ণ বিষয়ের উপর তর্ক বিতর্ক আলোচনা করবে স্কুলের ছাত্ররা।

এছাড়াও ডিসেম্বর মাসের প্রথম রবিবার অনুষ্ঠিত হবে একটি সেমিনার। এই সেমিনারে মূল বক্তা হিসেবে উপস্থিত থাকবেন, মৈনাক সেনগুপ্ত, সৌরভ পালুধি সহ নাট্যজগতের সঙ্গে যুক্ত স্থানীয় নাট্যব্যক্তিত্বরা। এরপর ১৯ ডিসেম্বর মন্দাক্রান্তা সেনকে নিয়ে হবে বর্নাঢ্য শোভাযাত্রা। ২৩ ডিসেম্বর গণসঙ্গীত শিল্পী পূরবী মুখ্যাজির একটি গানের অনুষ্ঠান দিয়ে একমাস ব্যাপি এই উদ্যোগের সমাপ্তি হবে।

গণনাট্য সংঘের প্রথম দিকের সদস্য ছিলেন ঋত্বিক ঘটক, উৎপল দত্ত, পৃথ্বীরাজ কাপুর, বিজন ভট্টাচার্য,খাজা আহমেদ আব্বাস, সলিল চৌধুরী, পণ্ডিত রবিশঙ্কর, জ্যোতিরিন্দ্র মৈত্র, কায়ফি আজমি, বলরাজ সাহানির মত বিশিষ্টজনেরা। তাই এই অনুষ্ঠানগুলোর মাধ্যমে তাদের জীবন চর্চাও মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করা হবে বলে জানান উদ্যোক্তারা।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here