গুড়গুড়িপালে একশো দিনের কাজ চলার সময় পিস্তল উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১৪ জুন: গুড়গুড়িপাল থানার কালগাঙ মালিয়াড়া ও স্ত্রীগঞ্জ এলাকায় একশো দিনের কাজ চলার সময় একটি পিস্তল উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। আজ রবিবার সকালে ওই এলাকায় ১০০ দিনের কাজের প্রকল্পে জঙ্গল সাফ করার সময় একটি ঝোপের মধ্যে শ্রমিকরা পিস্তলটি দেখতে পান। এরপর গুড়গুড়িপাল থানায় খবর দিলে পুলিশ এসে পিস্তলটি উদ্ধার করে নিয়ে যায়।

এই ঘটনায়, এলাকার অসামাজিক কাজকর্ম বন্ধ করতে এলাকায় পুলিশি টহলের দাবি জানিয়েছে কালগাং মালিয়ারা ও স্ত্রীগঞ্জ এলাকার বাসিন্দারা। এলাকার পঞ্চায়েত সদস্য নিরঞ্জন হালদার জানান, ১০০ দিনের প্রকল্পে ঝোপজঙ্গল পরিষ্কার করার সময় কর্মরত মজুররা পিস্তলটি দেখতে পান। এই এলাকায় আগে অনেক ধরনের অসামাজিক কাজকর্ম হতl অন্ধকারে বাইরে থেকে যুবকরা এসে নেশা করে  উৎপাত চালায়। এলাকাবাসীরা এইসব অসামাজিক কাজকর্ম বন্ধের দাবি জানিয়েছেন। এলাকায় অসামাজিক কাজকর্মের অভিযোগ এবং পিস্তল উদ্ধারের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে গুড়গুড়িপাল থানার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *