
স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৮ মার্চ:
উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন নিষিদ্ধ ডিজে বাজিয়ে নবম দোল উৎসবের শোভাযাত্রা হল নদিয়ার শান্তিপুরে। বুধবার সকালে নবম দোল উপলক্ষে নদিয়ার শান্তিপুর পুরসভার নতুন পাড়া এলাকা থেকে বাদ্যযন্ত্র সহযোগে শোভাযাত্রা বের করেন স্থানীয় বাসিন্দারা। উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন তীব্র স্বরে ডিজে বাজিয়ে এই শোভাযাত্রা শান্তিপুরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। পরীক্ষা চলাকালীন যেখানে মাইক বাজানো নিষিদ্ধ, সেখানে ডিজে সহযোগে কিভাবে এই শোভাযাত্রা পুলিশের নজর এড়িয়ে গেলো তা নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ।