পুরুলিয়ায় সভা চলাকালীন মেজাজ গরম মমতার

সাথী দাস, পুরুলিয়া, ১৯ জানুয়ারি: “বিজেপি শিখিয়ে দিচ্ছে আর আমার মিটিংয়ে এসে ডিস্টার্ব করছেন! আমিও এবার বিজেপির মিটিংয়ে লোক পাঠিয়ে দেব ডিস্টার্ব করতে৷” পুরুলিয়ার সভা চলাকালীন এই ভাবেই মেজাজ হারিয়ে বলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷

আজকের সভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের মাঝেই কয়েকজন ব্লক স্তরের প্রশিক্ষক পদে কর্মরত মহিলা উঠে দাঁড়িয়ে নিজেদের দাবির কথা জানান৷ তাতে বিরক্ত হন তৃণমূল নেত্রী। রীতিমতো ধমক দিয়ে বসিয়ে দেন তাঁদের৷ বলেন, “অ্যাই বসুন, বসুন তো ৷… শিখিয়ে নিয়ে আসে কেউ! মিটিংয়ের মধ্যে বিরক্ত করবেন না৷” বলেন, “বিজেপি শিখিয়ে দিচ্ছে আর আমার মিটিংয়ে এসে ডিস্টার্ব করছেন! এসব আমি জানি, আমিও এবার বিজেপির মিটিংয়েও লোক পাঠিয়ে দেব ডিস্টার্ব করতে, সিপিএমের মিটিংয়ে লোক পাঠিয়ে দেব, চালাকি বুঝিয়ে দেব। একহাতে তালি বাজে না।”

বক্তব্য রাখার সময়ই অবশ্য তিনি কিছুটা সুর নরম করেন। বিষয়টি নিয়ে পরে দেখার আশ্বাস দেন বিএলটিদের।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here