মাধ্যমিক পরীক্ষা চলাকালীন শ্রেণিকক্ষে মৌমাছির হানা, জখম একাধিক ছাত্রী

আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২৫ ফেব্রুয়ারি:
মাধ্যমিক পরীক্ষা চলাকালীন শ্রেণিকক্ষে মৌমাছির হানায় জখম হল একাধিক ছাত্রী। মৌমাছির হাত থেকে ছাত্রীদের বাঁচাতে গিয়ে গুরুতর জখম হলেন এক সিভিক ভলান্টিয়ার। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ শহরের কৈলাস চন্দ্র রাধারানি উচ্চ বিদ্যালয়ে।

এদিন পরীক্ষা শুরু হওয়ার আধঘন্টা পর হঠাৎই ছাত্রীদের মধ্যে শোরগোল শুরু হয়ে যায়। ভালো করে লক্ষ্য করলে দেখা যায় এক ঝাঁক মৌমাছি বিভিন্ন ঘরে ছাত্রীদের তাড়া করে বেড়াচ্ছে। আতঙ্কিত হয়ে এদিক ওদিক ছুটতে শুরু করে ছাত্রীরা। মৌমাছির কবলে পড়ে কয়েকজনকে কামড় খেতে হয়েছে। যদিও পরবর্তীতে কর্তৃপক্ষ এবং পুলিশি তৎপরতায় মৌমাছিদের তাড়িয়ে দেওয়া হয়। মৌমাছিদের কামড়ে আক্রান্ত কয়েকজন ছাত্রীকে প্রাথমিক চিকিৎসা করা হয় পরীক্ষা কেন্দ্রে। গুরুতর জখম না হওয়ায় তাদের পরবর্তীতে পরীক্ষা দিতে কোনও অসুবিধা সেই অর্থে হয়নি।

আক্রান্ত সিভিক ভলান্টিয়ারকে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার চিকিৎসা চলছে। ঘটনায় আতঙ্ক ছড়ায় স্কুলে। পরবর্তীতে পরীক্ষার জন্য অতিরিক্ত ১৫ মিনিট সময় নির্ধারিত করা হয়।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here