
পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৫ অক্টোবর: পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর শহরের নিউ সেটেলমেন্টের রাবণপোড়া ময়দানে আজ বিকেলে ৫৫ ফুটের ৯৭ তম রাবণ দহন অনুষ্ঠান সম্পূর্ণ হল। পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক আয়েশা রানী সুইচের মাধ্যমে রাবণ দহন করেন। উপস্থিত ছিলেন পুলিশ সুপার দীনেশ কুমার ও মন্ত্রী মানস রঞ্জন ভুঁইঞা সহ অন্যান্য নেত্রীবৃন্দ।
১৯২৫ থেকে শুরু হওয়া ৯৭ তম ৫০ ফুটের রাবণ দহন উৎসব মহা সমারোহে পালিত হল খড়্গপুর শহরের রাবণ ময়দানে। দিল্লির পর পশ্চিমবঙ্গের খড়্গপুর শহরে ঐতিহ্যবাহী অনুষ্ঠান। আতস বাজির ঝলকানিতে আলোকিত হয় ওঠে খড়্গপুর শহর।পাশাপশি চলে রাম রবণের যুদ্ধ। শেষ পর্যন্ত রাবণের হাত থেকে
সীতাকে উদ্ধার করা হয়।পাশপাশি এই দশেরা উৎসবে মানুষের জনসমাগম ছিল চোখে পড়ার মতো।