অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ৯ জুন: সারা দেশে কোরোনা সংক্রমন যখন হু হু করে বাড়ছে ঠিক তখন অরন্য সুন্দরী ঝাড়গ্রাম অনেকটাই কোরোনা মুক্ত। এই মুক্ত রাখার কাজে যারা ভূমিকা নিচ্ছেন তাদের অাজ সংর্বধনা জানালো ডিওয়াইএফআই।
ডিওয়াইএফআই প্রতিষ্ঠা দিবসে তাদের সদস্যরা ঝাড়গ্রামের রাস্তায় ঘুরে যার কাজ করছেন তাদের নতুন মাস্ক পড়িয়ে হাতে লালগোলাপ অার মেমেন্টো সহ সম্মান জানালেন। গণতান্ত্রিক যুব ফেডারেশনের সদস্য সুমন জানা বলেন, অামরা যখন করোনার অাতঙ্কে নিজেদের ঘরে বন্দি করে ফেলেছি ওরা কিন্তু রাস্তাতেই ছিলো। সবাই যখন লম্বা ছুটিতে তখন ওরা সংক্রমন ঠেকাতে রাস্তায়। অামাদের ভালোরাখার জন্যই নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে ওরা পরিষেবা দিয়ে গেছে। এরা পৌরসভার সাফাইকর্মী। এদের সাথেই কাঁধে কাঁধ মিলিয়ে সংক্রমণ এর খোঁজ খবর রেখে চলেছে স্বাস্থ্য কর্মীরাও।
এই সম্মান পেয়ে খুশি কর্মীরাও। সমাজে যে তাদের কথাও ভাবা হয় তা ভেবেই ভালো লাগছে তাদের। অারো ভালো কাজ করার অনুপ্রেরণা যোগাবে এই সম্মান।