বহরমপুরে ডিওয়াইএফআই’য়ের মিছিলে বাধা ও ধস্তাধস্তি

আমাদের ভারত, মুর্শিদাবাদ, ২ সেপ্টেম্বর: সমস্ত বেকারদের কর্মসংস্থান করতে হবে, লোকাল ট্রেন চালু করতে হবে, সকলকে ভ্যাক্সিন দিতে হবে, শিক্ষিত বেকার যুবক যুবতীদের সরকারি চাকরি দিতে হবে, স্কুল খুলতে হবে এবং একাদশ শ্রেণিতে সকলের ভর্তির ব্যবস্থা করা সহ একাধিক দাবিতে আজ মুর্শিদাবাদ জেলার বহরমপুর রবীন্দ্রসদনে কর্মী সভা করে ডিএমের কাছে ডেপুটেশনের কর্মসূচি নেওয়া হয়েছিল ডিওয়াইএফআই’য়ের পক্ষ থেকে।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই’য়ের জেলা সম্পাদক সায়নদীপ মিত্র, রাজ্যে সভানেত্রী কমরেড মিনাক্ষী মুখার্জি। এই কর্মসূচিতে রবীন্দ্র সদন থেকে ডিএম অফিস পর্যন্ত মিছিল করে ডেপুটেশন দেওয়ার কথা থাকলেও রবীন্দ্র সদনের সামনে পুলিশ ব্যারিকেড দিয়ে মিছিল আটকে দেয় ফলে ডিওয়াইএফআই কর্মী সমর্থকদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়, যদিও উভয় পক্ষ পরিস্থিতি সামাল দেয় এবং ডিওয়াইএফআই’য়ের তিন জন প্রতিনিধি ডিএমের কাছে স্মারক লিপি জমা দেন। জেলা শাসকের দফতরের সামনে ডিওয়াইএফআই’য়ের বিক্ষোভ ঘিরে প্রবল উত্তেজনার সৃষ্টি হয়। পুলিশের সাথে ধস্তাধস্তি ও ব্যারিকেড ভেঙ্গে এগিয়ে যাওয়ার চেষ্টা করা হয়, যা ঘিরে তুমুল উত্তেজনার সৃষ্টি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *