
স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদীয়া, ৫ জুন:
বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষরোপণের পাশাপাশি গ্রামগঞ্জ থেকে পার্থেনিয়াম উচ্ছেদের দাবি জানালো ডি ওয়াই এফ আই। পার্থেনিয়াম উচ্ছেদকে ১০০ দিনের কাজের মধ্যে যুক্ত করতে বলল। এই দাবিতে গতকাল বিডিওর কাছে তারা ডেপুটেশন দিয়েছিলেন। আজ তারা পার্থেনিয়াম উচ্ছেদের পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে। পলাশীর বিভিন্ন জায়গায় তারা ১০০০ টি বৃক্ষ রোপন করেন।
ডিওয়াইএফআইয়ের পলাশীর লোকাল সম্পাদক জহির উদ্দিন আহমেদ জানান, গতকাল আমরা বিডিওর কাছে পার্থেনিয়াম উচ্ছেদ ও পার্থেনিয়াম উচ্ছেদের কর্মসূচিকে ১০০ দিনের কাজের মধ্যে যুক্ত করতে ডেপুটেশন দিয়েছিলাম। কারণ এই পার্থেনিয়াম থেকে হাঁপানি, বিভিন্ন রকমের শ্বাসজনিত রোগ, চর্মরোগ হয়। ফসলের উৎপাদন কমে। এছাড়া যেসব তৃণভোজী পশু আছে তারা খেলেও তাদের শারীরিক সমস্যা হয়। গোটা রেললাইন জুড়ে, হাই রোড থেকে শুরু করে বর্তমানে স্কুলগুলোতে এদের ঠাঁই হয়েছে। যে স্কুলগুলোতে এখন পরিযায়ী শ্রমিকরা আশ্রয় নিচ্ছে করোনার ভয়ে সেখানেও এই বিষাক্ত গাছ ছড়িয়ে ছিটিয়ে আছে।