আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২৮ ডিসেম্বর: একের পর এক উইকেট পতন হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলায়। শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পরে শুভেন্দু অধিকারীর অনুগামী হিসেবে পরিচিত একের পর এক নেতা-নেত্রী পদত্যাগ করছে জেলায়। আজ পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি অন্বেষা জানা পদত্যাগ করলেন। দলীয় নেতৃত্বের কাছে পদত্যাগপত্র পাঠিয়ে আজ তমলুকের মানিকতলায় সাংসদ অফিসে সাংবাদিক সম্মেলন করে তৃণমূল ছাত্র পরিষদের পূর্ব মেদিনীপুর জেলা সভাপতি অন্বেষা জানা তার পদত্যাগ করার কথা সংবাদমাধ্যমের কাছে জানান। শুভেন্দু অনুগামী এই ছাত্রনেত্রী পদত্যাগ করলেও বিজেপিতে যোগদান করবেন কিনা তা এখনই জানাননি।
অন্বেষা জানিয়েছেন, তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতৃত্ব মেদিনীপুর জেলার মানুষকে বিশ্বাসঘাতক বলে অভিহিত করছেন তাতে তিনি মর্মাহত। সেই কারণেই তিনি এই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। দল থেকে পদত্যাগ করলেও তিনি আগামী দিনে বিজেপিতে যোগদান করবেন কিনা তা এখনও নিশ্চিত ভাবে জানাননি। তবে তিনি জানিয়েছেন তিনি শুভেন্দু অনুগামী শুভেন্দু অধিকারীর অনুপ্রেরণাতেই দল করেছেন। দল ত্যাগ করলেও এখন তিনি বিজেপিতে যোগদান করছেন না। পরে বিজেপিতে যোগদান করলে তিনি জানাবেন।