নীরব মোদি ও মেহুল চোকসি ১৩৫০ কোটির সম্পত্তি দেশে ফেরালো ইডি

আমাদের ভারত, ১১ জুন: নীরব মোদি ও মেহুল চোকসির ২ হাজার ৩০০ কেজি পালিশ করা হীরে-মুক্তো গয়না সহ ১৩৫০ কোটি টাকার সম্পত্তি এনফর্সমেন্ট ডিরেক্টরাট ভারতে ফেরালো। পিএনবি দুর্নীতি কান্ড ফাঁস হওয়ার পরেই দেশ ছেড়ে পালিয়ে ছিলেন নিরব-মেহুল। পালানোর আগে এই সম্পত্তি দুবাইয়ের পাচার করেছিল তারা বলে অভিযোগ। এবার সেই সম্পত্তি দেশে ফেরালো ইডি।

হংকং থেকে প্রায় ১০৮ প্যাকেট ভর্তি গয়না, রত্ন আনা হয়েছে ভারতে। এই সব রত্ন ও গয়না নিরব ও মেহুলের সংস্থার তৈরি। দুজনে মিলে ২০১৮ সালে পরিকল্পনা করেছিল এইসব সম্পত্তি তারা দুবাইয়ে পাচার করে দেবে। হংকং থেকে ওদের পাচার করা ওই সম্পত্তির মধ্যে ছিল পালিশ করা হিরে, মুক্ত ও রূপোর গয়না।

২হাজার ৩৪০ কেজিরও বেশি সামগ্রীর আর্থিক মূল্য ১৩৫০ কোটি টাকা। এখন এই প্যাকেটগুলি দুবাই থেকে মুম্বাইতে আনা হয়েছে।

হিরে ব্যবসায়ী নীরব মোদির বিরুদ্ধে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ১৩ হাজার ৫০০ কোটি টাকা চুরির অভিযোগ রয়েছে। আর এই কাজে তার সঙ্গী ছিল তার আত্মীয় মেহুল চকসিও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *