রোজভ্যালি কাণ্ডে সেন্ট জেভিয়ার্স কলেজ এবং নাইট রাইডার্সের ৭০ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত ইডির

সৌভিক বন্দ্যোপাধ্যায়, কলকাতা, ৩ ফেব্রুয়ারি: রোজভ্যালি কাণ্ডে নড়েচড়ে বসল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। এবার ফাঁপরে পড়ল প্রখ্যাত সেন্ট জেভিয়ার্স কলেজ ও কলকাতা নাইট রাইডার্স দল। শাহরুখ খানের দলের বেশ কয়েক কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি।

কেকেআরের বিরুদ্ধে অভিযোগ, বিতর্কিত অর্থলগ্নি সংস্থার থেকে হিসেব বহির্ভূতভাবে টাকা নিয়েছে তাঁরা। এদিন ইডির তরফে জানানো হয়েছে, কলকাতা নাইট রাইডার্স প্রাইভেট লিমিটেডে এবং সেন্ট জেভিয়ার্স কলেজের মোট ৭০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। এর মধ্যে নগদে বাজেয়াপ্ত হয়েছে ১৬.২ কোটি টাকা।

উল্লেখ্য, কলকাতা নাইট রাইডার্সের স্পনসর ছিল রোজভ্যালি। অন্যদিকে, সেন্ট জেভিয়ার্সে ছেলেকে ভর্তি করানোর জন্য কয়েক কোটি টাকা ‘ডোনেশন’ দিয়েছেন রোজভ্যালি কর্ণধার গৌতম কুণ্ডু। এই তথ্য আগেই প্রকাশ্যে এসেছিল। এবার সেই টাকা দেওয়া কেনা সম্পত্তি আটক করল ইডি।

২০১২ ও ২০১৩ এই দু’বছর আইপিএলে রোজভ্যালির লোগো দেখা গিয়েছিল কেকেআরের জার্সিতে। চুক্তি অনুযায়ী এই দুই বছরের জন্য ১২ কোটি টাকা সরকারিভাবে নাইটদের দিয়েছিল বিতর্কিত অর্থলগ্নি সংস্থাটি। সেই অভিযোগের ভিত্তিতেই কেকেআরের বিরুদ্ধে তদন্ত করছিল ইডি। ইতিমধ্যেই নাইট কর্তা বেঙ্কি মাইশোরকে একবার জিজ্ঞাসাবাদ করেছে ইডি। তারপরই এই সম্পত্তি বাজেয়াপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

এর পাশাপাশি, সেন্ট জেভিয়ার্সের তৎকালনী অধ্যক্ষ ফেলিক্স রাজের সঙ্গেও কথা বলেন তদন্তকারীরা। সেই সময় থেকেই এই কলেজের কার্যপ্রণালী ছিল ইডি ও সিবিআইয়ের নজরে। তারপরেই এদিন এই সব সম্পত্তি বাজেয়াপ্ত করার কথা জানান ইডি’র তদন্তকারীরা।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here