বিধানসভা ভোটের আগে বিজেপির নির্বাচনী গেমে নোটিশ পাঠিয়েছে ইডি, দাবি ফিরহাদ হাকিমের

রাজেন রায়, কলকাতা, ২৪ নভেম্বর: সোমবারই নারদ কান্ডে নোটিশ পাঠিয়ে কলকাতা পুরসভার প্রশাসক মন্ডলীর প্রধান ফিরহাদ হাকিম সহ মদন মিত্র এবং প্রসূন ব্যানার্জিকে সম্পত্তির হিসাব সংক্রান্ত তথ্য পেশ করতে নির্দেশ দিয়েছে ইডি। কিন্তু তাদের এই নোটিশ বিজেপির নির্বাচনী পরিকল্পনা বলে তোপ দাগলেন ফিরহাদ হাকিম।

মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইডির নোটিশের কথা স্বীকার করে তিনি নাম না করে বিজেপিকে আক্রমণ করে বলেন, ‘এটা ওদের তরফে নির্বাচনী গেম হিসাবে আমরা নিচ্ছি। ওরা রাজনৈতিক লড়াইয়ে পেরে উঠছে না বলে এভাবে আমাদের হেনস্তার চেষ্টা করছে। এতে আমরা কেউ ভয় পাচ্ছি না। আগের মতো এবারও নিজের নথি নিয়ে যথাসময়ে ইডিতে হাজির হব।’

আসলে এটা তাঁর নিজের নয়, ক্লাবের হয়ে পুজোর চাঁদার টাকা অন্যের হাতে দিতে বলেছিলেন পুরমন্ত্রী। ক্লাবের সেই টাকার হিসাব, আয়করও ছয় বছর আগেই দফতরে জমা পড়ে গিয়েছে, বলে জানান ফিরহাদ। তিনি বলেন, ‘ওরা ওদের ভোঁতা অস্ত্র নিয়ে আক্রমণ করছে, আমরা আমাদের বক্তব্য নিয়ে মানুষের কাছে যাব, বোঝাব।’ তৃণমূলের দাবি, আগের বিধানসভা ভোটে মূল ইস্যু ছিল নারদ, সেবারও ফিরহাদ ও মদনদের বিরুদ্ধে এই ইস্যুতে প্রচারে নেমেছিল বিরোধী দলগুলি। এবারও ভোটের আগে ইডির নোটিশ সেই প্রচারের অংশ। তবে এবারের নির্বাচনে এই বিষয়ে আর কোনো প্রভাব ফেলবে না বলে দাবি ফিরহাদ হাকিমের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *