শিক্ষাই সমাজের প্রকৃত বদল আনতে পারে, তাই পাহাড়ের প্রাথমিক শিক্ষার উন্নয়নে অগ্রাধিকার দেব: অনীত থাপা

আমাদের ভারত, দার্জিলিং, ৪ আগস্ট: ‘‌শিক্ষাই সমাজের প্রকৃত বদল আনতে পারে। তাই পাহাড়ের প্রাথমিক শিক্ষার উন্নয়নে অগ্রাধিকার দেব।’‌ বৃহস্পতিবার দার্জিলিং পাহাড়ের রিম্বিক লোধামা সফরে গিয়ে এক সভায় বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেন, জিটিএ প্রধান অনীত থাপা।

তিনি দু’‌দিনের রিম্বিক লোধামা সফরে গেছেন। মূলত জিটিএ’‌র কাজ সম্পর্কে জনগণকে অবহিত করতে এবং পাহাড়ে তাঁর কাজের দৃষ্টিভঙ্গি সম্পর্কে জনগণকে জানাতেই এই সফর। অনীত থাপা বলেন,‘‌শিক্ষা আন্দোলন গোর্খাদের সমস্যা সমাধানে সাহায্য করবে। শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়লে যে কোনও জাতির অস্তিত্ব সঙ্কটে পড়বে।’‌ তিনি বলেন, ‘‌আমার কাজের অগ্রাধিকার হবে প্রাথমিক শিক্ষা। পাহাড়ে যদি পরিবর্তন আনতে হয়, তাহলে ওপর থেকে নয়, নিচ থেকে সেই বদল নিয়ে আসতে হবে। আর পরিবর্তনের শুরুটা হওয়া উচিত শিক্ষা থেকে।’

অনীত থাপা জিটিএ নির্বাচনের আগে থেকেই প্রথাগত পাহাড়ি রাজনীতির চেনা ছক ভাঙার ইঙ্গিত দিয়ে আসছিলেন। হুমকি ধমকি চমকানোর মতো রাজনীতি যে তিনি করবেন না সেটা আগেই জানিয়েছেন। তিনি যে পাহাড়কে অন্যভাবে সাজাতে চান সেটাই বারবার জানিয়ে এসেছেন। জিটিএ নির্বাচনের পর তাই তিনি শুরু করলেন বিভিন্ন এলাকা সফর। যাতে তাঁর কাজের ধরন, উদ্দেশ্য মানুষকে বুঝিয়ে বলার পাশাপাশি মানুষকে ধন্যবাদ জানিয়ে আসতে পারেন। এদিন রিম্বিকের মানুষকেও ধন্যবাদ জানিয়ে বলেন,‘‌বিগত দিনে আমরা হেরে গেলেও, আমরা আমাদের চিন্তাভাবনা, আমাদের দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়েছি শুধু আজকের জন্য। সাফল্য এসেছে, তারপরেও বলছি, আমরা কঠোর পরিশ্রম বন্ধ করব না। এখন আমাদের উন্নয়নের রোড ম্যাপ নিয়ে এগিয়ে যাব।’‌ তিনি আরও বলেন, ‘‌জনগণ আমাদের এনেছে কাজ করার জন্য। আমাদের কাজ হবে সম্পূর্ণ স্বচ্ছ। সরকারের কাছ থেকে পাওয়া অর্থ আমরা সঠিকভাবে ব্যবহার করব। কারণ সরকার থেকে যে টাকা আসে তা আসলে আপনাদের দেওয়া করের টাকা।’‌

এদিনের সভায় ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার সাধারণ সম্পাদক অমর লামা, অলোক কান্ত মণি থুলুং, জিটিএ সভাসদ সতীশ পোখরেল উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *