শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ‘হোঁদল’ বললেন সৌমিত্র খাঁ

আমাদের ভারত, বাঁকুড়া, ৩১ জানুয়ারি: রাজ্য সরকার ও তৃণমূলের বিরুদ্ধে ফের আক্রমণাত্মক বাঁকুড়ার বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। এবার রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ‘হোঁদল’ বলে কটাক্ষ করলেন তিনি। শুক্রবার পাত্রসায়রের হলুদবনিতে সিএএ -র সমর্থনে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে সাম্প্রতিক পার্থ চট্টোপাধ্যায় বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে যে কটুক্তি করেছেন তার উত্তরে তিনি বলেন, ‘আপনার চেহারা তো হোঁদলের মতো’। এমনকি ‘মেয়ের বয়সী’ বান্ধবীদের শান্তিনিকেতনে নিয়ে যাওয়ার পাশাপাশি যোগ্যতা না থাকা সত্বেও চাকরী দিচ্ছেন বলে তিনি অভিযোগ করেন। একই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাঁকুড়ায় যেখানেই সভা করবেন, বিজেপি সেই জায়গায় সভা করে তার দ্বিগুণ জমায়েত করবে বলেও তিনি দাবি করেন।

সাংসদ সৌমিত্র খাঁ আত্মবিশ্বাসের সূরে বলেন, আগামী ২০২১ সালের বিধানসভা নির্বাচনে জেলার ১২টি আসনই বিজেপি জিতবে, এমনকি চলতি বছরের বিষ্ণুপুর ও সোনামুখী পৌরসভা তাঁরাই দখল করবেন। একারণেই তৃণমূল নেতা কর্মীদের দলে দলে বিজেপিতে যোগ দেওয়ার আবেদন জানিয়ে তিনি বলেন, আমরা আপনাদের অপেক্ষায় আছি, আপনারা আমাদের সাথে যোগ দিন।

জনসভা শেষেও সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের বক্তব্যে অনড় থাকেন এই বিজেপি সাংসদ। ফের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ‘হোঁদল’ বলে কটাক্ষ করার পাশাপাশি শিক্ষাগত যোগ্যতা না থাকা সত্ত্বেও ‘মেয়ের বয়সী বান্ধবী’দের চাকরী দেওয়ার অভিযোগ তোলেন। পারলে উনি আইনের পথেও যেতে পারেন বলে দাবি করেন তিনি।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here