ইদের নামাজ পাঠ এবার বাড়িতেই, আলিঙ্গনের বদলে আদাব

আমাদের ভারত, হুগলী, ২৪ মে: ইদের নামাজ এবার বাড়িতেই। সরকারি নির্দেশ মেনে সামাজিক দূরত্ব বজায় রাখতে হুগলীর চুঁচুড়ার কারবালা মসজিদে এবার সাধারণের জমায়েত নিষিদ্ধ করল কর্তৃপক্ষ।

হুগলী জেলার বড় মসজিদগুলির ইদের নামাজ প্রতি বছরই হয় এই কারবালায়। কিন্তু করোনা ভাইরাস এবার সেই চিত্রও বদলে দিয়েছে বলে মত মসজিদের ইমামের। তাই খুশির ঈদের আগের দিন ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়কে নামাজ পড়তে বাড়িতেই থাকার অনুরোধ করল তাঁরা।

একেই বিতর্ক বারবার পিছু ছাড়ছে না মসজিদগুলিতে নামাজ পড়া নিয়ে। তার ওপর ইদের দিন যদি বিশাল জমায়েত ও আলিঙ্গন হয় তাহলে তা আরোও মারাত্মক হতে পারে সকলের জন্যই। সেই কারণে বাড়িতেই নামাজ পড়ার পরও আলিঙ্গন থেকে বিরত থাকতে বলা হয়েছে সকলকেই। বদলে নমস্কার বা আদাব এ এবার খুশির দিন পালন করতে বলা হয়েছে। নববর্ষ, অক্ষয় তৃতীয়া থেকে রাম নবমী সব উৎসবই এবার করোনা ভাইরাসের আতঙ্কে বাড়িতেই কাটিয়েছেন সকলে। সেই তালিকায় এবার যোগ হল খুশির ইদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *