স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১২ জুলাই:
জমি সংক্রান্ত বিবাদের জেরে ভাইকে খুন করার অভিযোগ উঠল দাদা ও তার ছেলের বিরুদ্ধে। নদিয়ার রানাঘাট থানার জিরাট পাড়ার বাসিন্দা বিশ্বনাথ বিশ্বাসের সাথে দীর্ঘদিন যাবৎ জমি নিয়ে বিবাদ চলছিল দাদা বাপি বিশ্বাসের।
অভিযোগ, রবিবার রাতে বিশ্বনাথ তার বসত জমি তার নামে লিখে দিতে বললে দাদা বাপি ও তার ছেলে উজ্জ্বল শাবল ও কোদাল দিয়ে তাকে মারধর করে। পরে আশঙ্কাজনক অবস্থায় বিশ্বনাথকে রানাঘাট হাসপাতালে ভর্তি করলে সোমবার তার মৃত্যু হয়। ঘটনায় দাদা বাপি বিশ্বাস ও তার ছেলে উজ্জ্বল বিশ্বাসের নামে রানাঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।