
আমাদের ভারত, হাওড়া, ২৩ মার্চ: সাঁকরাইল ফুড পার্কে একটি ইলেকট্রিক প্যানেল প্রোডাকশন হাউসে আগুন লাগে। দমকলের ৫টি ইঞ্জিনের এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিক ভাবে অনুমান যে, সর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছে বলে জানান দমকলের অফিসার ইনচার্জ।
ওই কোম্পানির ম্যানেজার জানান, আজ লকডাউন পরিস্থিতির জন্য কোম্পানিতে সমস্ত কর্মচারি হাজির ছিল না। কোম্পানিতে হাজির ছিল সিকিউরিটি সহ একজন কর্মচারি। সকাল সাড়ে এগারোটা নাগাদ ম্যানেজার কোম্পানিতে এসে আগুন লাগার খবর পান। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক প্রায় দেড় কোটি টাকা।