জঙ্গলমহলে ফের হাতির তান্ডব, যখন-তখন প্রাণহানির আশঙ্কায় রয়েছেন এলাকার বাসিন্দারা

জে মাহাতো, ঝাড়গ্রাম, ২৭ জুন: ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার জঙ্গলমহলে ফের হাতির তান্ডব শুরু হয়েছে। ঝাড়গ্ৰামের কুন্ডলডিহি এবং পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোড এলাকায় হাতির তাণ্ডব চলছে। আতঙ্কে রয়েছে এলাকার মানুষ।

গত বৃহস্পতিবার ভোরে ঝাড়গ্ৰামের কুন্ডলডিহিতে হাতির হানায় এক ব্যক্তির মৃত্যুর পর ওই এলাকা থেকে হাতির দলকে ঝাড়খণ্ডের দিকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। শুক্রবার রাতে দলটি আবার কুণ্ডলডিহি এলাকায় ফিরে এসে তান্ডব শুরু করেছেl এমনিতেই গোদের ওপর বিষফোঁড়ার মতো ঝাড়গ্রাম ব্লকের বিভিন্ন এলাকায় সারা বছর ধরে ঘুরে বেড়াচ্ছে একটি রেসিডেন্সিয়াল হাতিl স্থানীয়রা তার নাম দিয়েছে রামলালl এই হাতিটিই বৃহস্পতিবার কুণ্ডলডিহি গ্রামের বঙ্কিম মাহাতোকে শুড়ে পেঁচিয়ে আছাড় দিয়ে মেরে ফেলে। রামলালের উপদ্রবের পাশাপাশি যোগ হয়েছে ঝাড়খন্ড থেকে ফিরে আসা দশটি হাতির একটি দলের তান্ডবl

হাতির দল জঙ্গল থেকে বেরিয়ে গ্রামের সবজি ক্ষেত নষ্ট করছেl এলাকাবাসীদের যাতায়াতের রাস্তার পাশে ঝোপের আড়ালে দাঁড়িয়ে থাকায় যখন-তখন প্রাণহানির আশঙ্কায় রয়েছেন এলাকার বাসিন্দারা। হাতির তান্ডব এবং হানায় মৃত্যুর ঘটনায় ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসীরা। তাদের অভিযোগ, বছরের বেশির ভাগ সময়ই এই এলাকায় হাতির দল তাণ্ডব চালানোর পাশাপাশি প্রাণহানি ঘটালেও বনদপ্তরের হুঁশ নেই। 

অন্যদিকে, পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোড এলাকাতেও দুটি দলছুট হাতির তাণ্ডব চালাচ্ছেl সেখানকার নয়াবসত রেঞ্জের বাঘাখুলিয়া গ্রামে চাল, ধানের সন্ধানে টিনের চালা ভেঙ্গে এক ব্যক্তির বাড়িতে ঢোকার চেষ্টা করে একটি দলছুট হাতিl গ্রামবাসীদের তাড়া খেয়ে শেষ পর্যন্ত জঙ্গলে চলে যায় হাতিটিl

রেঞ্জার মলয় কুমার ঘোষ জানান, হাতি দুটি বাঁকুড়ার জঙ্গল থেকে এসে নয়াবসত এলাকার উখলার জঙ্গলে আশ্রয় নিয়েছেl একটি হাতি খাবারের খোঁজে বেরিয়ে এক ব্যক্তির টিনের চালা ভেঙ্গেছেl

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *