সীমান্তে হাতির হানায় মা ও শিশুর মৃত্যু

আমাদের ভারত, ঝাড়গ্রাম, ৩ ফেব্রুয়ারি: বাংলা ঝাড়খন্ড সীমান্ত এলাকার গ্রামে হাতির হানায় ফের এক মা ও শিশুর মৃত্যু হয়েছে। সোমবার ভোরে জামবনি থানার এলাকার টুলিবড় লাগোয়া পূর্ব সিংভূমের গোয়ালডিহি গ্রামে ঢুকে একদল হাতি শবর পাড়ার গৃহবধূ কল্যাণী শবর (৩০) ও তার তিন বছরের শিশু কন্যা দিশাকে শুঁড়ে ধরে আছাড় মারে। ঘটনাস্থলেই মা ও মেয়ের মৃত্যু হয়।
 

স্থানীয় ও বনদপ্তর সূত্রে জানা গিয়েছ, সোমবার ভোরে তিনটি বুনো হাতি গোয়ালডিহি গ্রামে ঢুকে কল্যাণী শবরের বাড়ি ঘিরে দাঁড়ায়। এই সময় আতঙ্কিত কল্যাণীদেবী তার শিশু কন্যাকে কোলে নিয়ে বাড়ি থেকে পালিয়ে বাঁচার চেষ্টা করলে একটি হাতি তাদের শুঁড়ে ধরে আছাড় মারে।
হাতি তিনটি বাংলা – ঝাড়খন্ড সীমান্তের জঙ্গলে রয়েছে এবং দুই রাজ্যের সীমান্তবর্তী গ্রামগুলোতে দাপিয়ে বেড়াচ্ছে। দিনের বেলায় জঙ্গলে থাকলেও রাত হলেই এলাকার গ্রামগুলিতে চলে আসছে হাতির দল। রাতের অন্ধকারে তছনছ করছে  ঘরবাড়ি এবং মাঠের ফসল। প্রাণহানির ঘটনাও ঘটছে হামেশাই। এক সপ্তাহ আগে একইভাবে বনকাটি গ্রামের যুবক পিকলু শবরের মৃত্যু হয়েছে হাতির হানায়। আজ ভোরে ফের এক মা ও শিশুর মৃত্যুর ঘটনায় সীমান্তের গ্রামগুলিতে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *