জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১৯ জুলাই:
হাতি তাড়াতে গিয়ে হাতির হানাতেই মৃত্যু হয়েছে এক যুবকের। আহত হয়েছেন অন্য আরেক যুবক। মৃতের নাম কালু টুডু (২৬) এবং আহতের নাম সনাতন সরেন (২৮)। তারা গোয়ালতোড় ব্লকের গোহালডাঙ্গা গ্রামের বাসিন্দা।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গতকাল বিকেলে পনেরোটি হাতির একটি দল গোয়ালতোড়ের টাঙ্গাশোলের জঙ্গলে আশ্রয় নেয়। এই দুই যুবক হাতি তাড়ানো দলের সদস্য হওয়ায় হুমগড় রেঞ্জের উদ্যোগে অন্যান্য সদস্যদের সঙ্গে হাতির দলটিকে ওই জঙ্গল থেকে তাড়ানোর কাজ করছিল। তারা হাতিগুলিকে ড্রাইভ করে সারেঙ্গার জঙ্গলের দিকে নিয়ে যাওয়ার সময় একটি হাতি হঠাৎ পিছন দিকে ঘুরে তাদের তাড়া করে। এই সময় সামনে পড়ে যায় কালু ও সনাতন। ক্ষিপ্ত হাতিটি সনাতনকে ধরে জঙ্গলের ঝোপের মধ্যে ছুঁড়ে দিয়ে কালুকে শুঁড়ে পেঁচিয়ে মাটিতে আছাড় মারে এবং পা দিয়ে তার মাথা পিষে দেয়। ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত সনাতনকে ঝোঁপ থেকে উদ্ধার করে হাতি তাড়ানো দলের অন্যান্য সদস্যরা স্থানীয় কেওয়াকোল গ্রামীণ হাসপাতালে ভর্তি করে।