
আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২১ জানুয়ারি: জনপদের ভেতরে একটি দলছুট হাতির খুল্লামখুল্লা ঘুরে বেড়ানোয় আতঙ্ক ছড়িয়েছে জামবনি ব্লকের বেশ কয়েকটি এলাকায়। গত দুদিন ধরে জামবনি চিল্কিগড় চিচিড়া বাহিরগ্রাম ও গিধনি এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে একটি দলছুট দাঁতাল। গতকাল বনবিভাগের জামবনি রেঞ্জ অফিস এলাকায় দাপিয়ে বাড়ানোর পর হুলাপার্টি দিয়ে দাঁতালটিকে পুকুরিয়ার জঙ্গলে তাড়িয়ে দেওয়া হয়। কিন্তু আজ ফের জামবনি ব্লকের বেলদা গ্রামে ঢুকে পড়ে হাতিটি। সবজি খামারের বেগুন, করলা, লাউ, পেঁপে, মূলো খেয়ে সাবাড় করে। ক্ষয়, ক্ষতির আশঙ্কায় হাতিটিকে ফের জঙ্গলে তাড়ানোর চেষ্টা করেও ব্যর্থ গ্রামবাসীরা। খামারের সবজি খাওয়া থেকে বিরত করা যায়নি গজরাজকে।
তিনদিন আগে ঝাড়গ্রামে এই দাঁতালটির আক্রমণে এক ব্যাক্তির মৃত্যু হয়েছিল। ফলে বেশ কিছুটা আতঙ্কে রয়েছেন জামবনি ব্লকের বাসিন্দারা। গ্রামে হাতির ঢুকে পড়ার খবর পেয়ে হাতি তাড়াতে বেলদা গ্রামে পৌছয় বনদপ্তরের কর্মীরা। বিকেল চারটে নাগাদ হাতিটিকে তারা ফের পুকুরিয়ার জঙ্গলে তাড়িয়ে দেন।