ঝাড়গ্রামের ফাঁকা রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছে হাতির দল

আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১৩ এপ্রিল: ঝাড়গ্রাম জেলার জামবনি ও বিনপুর থানা এলাকার কাপগাড়ি, বেনাশুলি, বরাশুলি, কপাটকাটা এলাকার জঙ্গল গুলিতে আশ্রয় নেওয়া হাতির দল ফাঁকা রাস্তা ঘাটে দাপিয়ে বেড়াচ্ছে।

বেলা এগারোটা পর্যন্ত এলাকার রাস্তাঘাটগুলিতে দু চারজন মানুষের আনাগোনা থাকলেও দুপুর হওয়ার সঙ্গে সঙ্গে পুরো এলাকা শুনশান থাকছে। এর ফলে জঙ্গলের হাতির দল বেরিয়ে মাঠের ধান, শাকসবজি ও অন্যান্য ফসল খেয়ে সাবাড় করছে। রবিবার সকালে বেনাশুলি ও বরাশুলি জঙ্গলে দুটি হাতির দল এসে পৌঁছেছে। দুটি দলে মোট ষোলটি হাতি রয়েছে। রাস্তাঘাট মাঠে-ঘাটে লোকজন না থাকায় এক প্রকার বেপরোয়াভাবে ঘোরাফেরা শুরু করেছে হাতির দল দুটি। করোনা ভাইরাসের আতঙ্কে এবং লকডাউনের জন্য এমনিতেই মানুষ গৃহবন্দি রয়েছেন। তারওপর হাতিদের লোকালয়ে চলে আসা তাদের আরো আতঙ্কিত করে তুলছে বলে বেনাশুলি ও বরাশুলি এলাকার বাসিন্দারা জানিয়েছেন।

ঝাড়গ্রাম বনবিভাগের ডিএফও বাসবরাজ হোলেইচি জানিয়েছেন, হাতিগুলি যাতে লোকালয়ে ঢুকতে না পারে সেজন্য বনকর্মীরা হাতিগুলির উপর নজর রাখছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *