আমাদের ভারত, হাওড়া, ১৭ জুন: করোনার থাবা এবার হাওড়ার জগৎবল্লভপুর থানায়। সূত্রের খবর, থানার ১১ জন পুলিশ কর্মী করোনায় আক্রান্ত।
জানাগেছে, কয়েকদিন আগে জগৎবল্লভপুর থানার ৩৫ জন পুলিশ কর্মীর লালা রসের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। সেই রিপোর্ট আসলে দেখা যায় থানার ১১ জন পুলিশকর্মীর করোনা রিপোর্ট পজিটিভ। আক্রান্ত পুলিশ কর্মীদের মধ্যে ২ জন এএসআই ও ৯ জন কনষ্টেবল। আক্রান্ত পুলিশ কর্মীরা ফুলেশ্বরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।
হাওড়া গ্রামীণ জেলা পুলিশের এক কর্তা জানান, এখনও পর্যন্ত জেলায় ২০ জন পুলিশ কর্মী করোনায় আক্রান্ত। যদিও তারা সকলেই উপসর্গহীন। প্রসঙ্গত, রাজ্যে সাধারণ মানুষের পাশাপাশি পুলিশ কর্মীরাও করোনায় আক্রান্ত হচ্ছেন। পুলিশ কর্মীদের মধ্যে এই সংক্রমণ রুখতে ইতিমধ্যেই জেলার প্রতিটি থানায় কর্মরত পুলিশ কর্মীদের কাছ থেকে নমুনা সংগ্রহ করা হচ্ছে।