করোনা আক্রান্ত পুলিশ কর্মীদেরদের জন্য আপৎকালীন চিকিৎসা পরিষেবা

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১৮ সেপ্টেম্বর: পশ্চিম মেদিনীপুরে করোনা পরিস্থিতি মোকাবিলায় প্রথম শ্রেণির করোনা যোদ্ধাদের আপৎকালীন চিকিৎসা পরিষেবা দিতে জেলা পুলিশের উদ্যোগে একটি আপৎকালীন কন্ট্রোল রুম বা এমার্জেন্সি রেসপন্স সাপোর্ট সিস্টেম চালু করা হচ্ছে। পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পুলিশ কর্মীদের অত্যাধুনিক পরিষেবা দিতে অন্যান্য জেলার মত এখানেও ইআরএসএস চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই বিশেষ পরিষেবার জন্য প্রযুক্তিগত সবরকম যন্ত্রাংশ এসে পৌঁছেছে। পরিষেবা দেওয়ার জন্য শুরু হয়েছে প্রশিক্ষণ।

গতকাল বিশ্বকর্মা পুজোর দিন নবনির্মিত ইআরএসএস কক্ষটির উদ্বোধন করেন পুলিশ সুপার দিনেশ কুমার। সম্প্রতি সবং থানার মৃত  সাব-ইন্সপেক্টর অতনু প্রামানিকের নামে ভবনটি উৎসর্গ করে নাম রাখা হয়েছে অতনু স্মৃতি ভবন। সংক্রমিত করোনা যোদ্ধাদের পাশাপাশি পরবর্তীকালে সাধারণ মানুষকেও এই ভবন থেকে বিশেষ চিকিৎসা পরিষেবা দেওয়া হবে বলে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *