ভোরের আলো ফোটার আগেই পুলিশের এনকাউন্টারে খতম হায়দ্রাবাদ গণধর্ষণে ৪ অভিযুক্ত

আমাদের ভারত,৬ ডিসেম্বর:হায়দ্রাবাদে পশু চিকিৎসককে গণধর্ষণ করে খুন করার ঘটনায় অভিযুক্তদের এনকাউন্টার হয়েছে শুক্রবার ভোর রাতে। পুলিশের গুলিতে খতম হল চার অভিযুক্ত।

জানা গেছে পুরো ঘটনা পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা করে ৪ অভিযুক্ত। তখন রাত সাড়ে তিনটে। এরপরে ওই অভিযুক্তের পিছন ধাওয়া করে পুলিশ। জাতীয় সড়ক ৪৪ এর ওপর পুলিশের গুলিতে মৃত্যু হয় তাদের। যেখানে ঐ তরুণীর অর্ধ দগ্ধ দেহ পাওয়া গিয়েছিল তার খুব কাছেই করা হয় এই এনকাউন্টার।

পৈশাচিক গণধর্ষণের পর পশু চিকিৎসককে পুড়িয়ে মেরেছিল এই চার ধর্ষক। সিসিটিভি ফুটেজ এবং লোকজনের বয়ান থেকে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। চার অভিযুক্ত মহম্মদ আরিফ, নবীন, চিন্তাকুন্তা কেশাবুলু ও শিবাকে জেরা করে পুলিশ।

জেরার মুখে তারা স্বীকার করেছিল ধর্ষণের পর শ্বাসরোধ করে তারা ঐ তরুণীকে খুন করেছিল। এরপর প্রমাণ লোপাটের জন্য তারা পেট্রোল ঢেলে ওই যুবতীর মৃতদেহ পুড়িয়ে ফেলার চেষ্টা করে।

হায়দ্রাবাদের এই নৃশংস পৈশাচিক ঘটনায় প্রতিবাদে উত্তাল গোটা দেশ। রাস্তায় নামে হাজার হাজার মানুষ। অপরাধীদের ফাঁসির দাবিতে সোচ্চার হোন রাজনৈতিক মহল থেকে বিশিষ্টজনেরা। আর তারপরই শুক্রবার ভোরের আলো ফোটার আগেই পুলিশের এনকাউন্টারে খতম ৪ অভিযুক্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *