বিপুল নকল কীটনাশক আটক করল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ

সৌভিক বন্দ্যোপাধ্যায়, কলকাতা, ১৩ ডিসেম্বর: গোপন সূত্রে কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট শাখা তল্লাশি অভিযান চালিয়ে প্রচুর নকল কীটনাশক আটক করল জোড়াসাঁকো এলাকায়। নামী কোম্পানির লেবেল সেঁটে এগুলি বিক্রি হচ্ছিল। আটক করা জিনিসপত্রের মূল্য লক্ষাধিক টাকা। তবে এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি।

ইবি সূত্রের খবর, জোড়াসাঁকো এলাকার নীলমাধব সেন লেনে একটি গুদামঘরে নামী কোম্পানির নকল পণ্য ও বিভিন্ন আকারের প্যাকেট এবং কণ্টেনার তৈরি হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ হানা দেয়। ডাবর ইন্ডিয়া লিমিটেড, বেয়ার কর্প সায়েন্স লিমিটেড এবং ইনসেকটিসাইড ইন্ডিয়া লিমিটেডের মতো নামী কোম্পানির পণ্য ও প্যাকেট নকল করে বিক্রি করা হচ্ছিল।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here