বাড়িতে ঢুকে মাফলার জড়িয়ে খুন পুরুলিয়ার কলেজ শিক্ষককে

সাথী প্রামানিক, পুরুলিয়া, ১৮ জানুয়ারি:  কলেজ শিক্ষকের অস্বাভাবিক মৃত্য ঘিরে চাঞ্চল্য ছড়াল পুরুলিয়ায়। শুক্রবার রাতে পুরুলিয়া শহরের নর্থ লেক রোডের ঘটনা। 

পুরুলিয়া নিস্তারিণী কলেজের অতিথি অধ্যাপক অরূপ কুমার চট্টরাজ রাত্রের খাওয়া দাওয়া সেরে দোতালায় নিজের ঘরে যান। এর কিছুক্ষনের মধ্যেই অরূপবাবুর মা শুনতে পান তার ছেলে বাঁচাও বাঁচাও করে চিৎকার করছেন। মায়ের অভিযোগ, তিনি উপরে গিয়ে দেখতে পান এক অপরিচিত যুবক তাঁর ছেলের গলায় মাফলার জড়িয়ে টানাটানি করছেl ছেলেকে বাঁচানোর চেষ্টা করলে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় অরূপ বাবুর মাকেl বাড়ির লোকজন যখন উপরে যান। ততক্ষনে ওই দুষ্কৃতী পালিয়ে যায় বলে অভিযোগ।

পরে ঘটনাস্থলে আসে পুরুলিয়া সদর থানার পুলিশ। অরূপবাবুর মৃতদেহ পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। পাশাপাশি যে ঘর থেকে অরূপবাবুর দেহ উদ্ধার হয় সেই ঘর সিল করে দিয়েছে পুলিশl অরূপবাবুর মৃত্যুর কারণ এখনও পরিষ্কার নয় পুলিশের কাছেl তবে ময়নাতদন্তের পরেই জানা যাবে মৃত্যুর আসল রহস্যl নিহত শিক্ষকের মায়ের অভিযোগ যা তাতে চিন্তায় ফেলে দিয়েছে পুলিশকে। ঘটনায়  শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here