সবংয়ে পরিবেশ সচেতনতা শিবির 

আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৭ মে: ‘সবং সাধারণ জ্ঞান অণ্বেষণ অভীক্ষা এন্ড কালচারাল সোসাইটি’র ব‍‍্যবস্থাপনায় স্থানীয় বড়সাহড়দা প্রাথমিক বিদ্যালয়ে জল সংকট, জল সংরক্ষণ ও পরিবেশ বিষয়ক সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বিশিষ্ট পরিবশপ্রেমী শিক্ষক কৃষ্ণগোপাল চক্রবর্তী, বিশিষ্ট সমাজসেবী মদন মোহন পড়‍্যা সহ অনান‍্য বিশিষ্ট ব‍্যক্তিগণ।

সংস্থার প্রতিষ্ঠাতা তথা বর্তমান সম্পাদক প্রণবেশ মাইতি জানান, এলাকার বাসিন্দাদের সচেতন করার পাশাপাশি, জলের অপচয় বন্ধ করার লক্ষ্যে আমাদের এই প্রচার আন্দোলন। আগামী দিনে আমরা এই কর্মযজ্ঞে সরকার ও অনান‍্য সংগঠনকে পাশে পেতে চাই। এদিন কাঁথির কাজলা জন কল‍্যাণ সমিতির সহযোগিতায় সবং-এর বন‍্যাপ্রবন এলাকার দরিদ্র মানুষদের জন‍্য একটি বিনামূল্যে চক্ষুপরীক্ষা ও চশমা প্রদান শিবিরের আয়োজন করা হয়। যেখানে দুই শতাধিক রোগী চোখ পরীক্ষা করান। যাঁদের মধ‍্যে ১৭০ জনকে বিনামূল্যে চশমা দেওয়া হয়। এছাড়াও এদিন প্রবল তাপপ্রবাহে তৃষ্ণার্ত পথিকদের জন্য একটি জলসত্রের ব্যবস্থা করা হয়েছিল বলে সংস্থার অন‍্যতম সদস‍্য গোপাল চন্দ্র সামাই জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *