এরিখ রসকামের সমাধি চুচুঁড়ার ডাচ সমাধিক্ষেত্রে স্থান করে দিল ইন্ডিয়া নেদারল্যান্ডস ফ্রেন্ডশিপ সোসাইটি

আমাদের ভারত, হুগলী, ২৯ ডিসেম্বর: নেদারল্যান্ডবাসী মিসেস এনেলিস, মিস ক্যাথলিন এবং মিস্টার খৃস্টানকে সাদর অভ্যর্থনা জানাল চুচুঁড়ায় অবস্থিত ইন্ডিয়া নেদারল্যান্ডস ফ্রেন্ডশিপ সোসাইটি। পরিবারের প্রধান এরিখ রসকামের সমাধি মৃত্তিকা চুচুঁড়া ডাচ সমাধিক্ষেত্রে স্থান করে দিতেই তাদের ভারতে আসা। প্রয়াত রসকাম ইন্ডিয়া নেদারল্যান্ডস ফ্রেন্ডশিপ সোসাইটির সদস্যদের সাথে ছিল অবিচ্ছেদ্য যোগাযোগ।

কিছুদিন পূর্বে প্রয়াত হয়েছেন এরিখ রসকাম। এবং তাঁর ইচ্ছা অনুযায়ী পরিবারের সদস্যদের পাশেই তাঁর স্থান করে দিতেই স্ত্রী, কন্যা ও পুত্রের চুচুঁড়ায় আসা। মিসেস এনেলিস জানিয়েছেন ইন্ডিয়া নেদারল্যান্ডস ফ্রেন্ডশিপ সোসাইটি আবারও নেদারল্যান্ডের সাথে ভারতের সম্পর্ক অটুট রাখতে সাহায্য করলো। এদিনের অনুষ্ঠানে চুচুঁড়া চার্চের ফাদার রেভারেন্ড হাসদা, সোসাইটির সাধারণ সম্পাদক গণেশ নন্দী, যুগ্ম সম্পাদক শ্যামল সিংহ, প্রবীর মল্লিক সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here