বাখরাবাদ স্কুলে পালিত হল প্রতিষ্ঠা দিবস

আমাদের ভারত, মেদিনীপুর, ৫ মার্চ: বৃহস্পতিবার প্রতিষ্ঠা দিবস পালিত হল পশ্চিম মেদিনীপুরের বাখরাবাদ ভারতী বিদ্যাপীঠের। এবছর ৬১তম বর্ষে পা রাখল এই বিদ্যালয়। বৃহস্পতিবার প্রতিষ্ঠা দিবস উপলক্ষে স্কুলের ছাত্র-ছাত্রীদের দ্বারা বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। বিদ্যালয় প্রাঙ্গণ থেকে সমগ্র বাখরাবাদ বাজার এই শোভাযাত্রা পরিক্রমা করে।

শোভাযাত্রায় ছিল বিভিন্ন সমাজ সচেতনতামূলক বার্তা। যার মধ্যে ছিল সেভ ড্রাইভ সেভ লাইফও। ছিলেন বেলদার পুলিশ প্রশাসনের আধিকারিকরা। বেলদা কলেজের পক্ষ থেকে এদিন উক্ত বিদ্যালয়কে একটি শীতলতম জলের যন্ত্র প্রদান করা হয়। বর্ণাঢ্য শোভাযাত্রার পরে পতাকা উত্তোলন ও প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানে আনুষ্ঠানিক সূচনা হয়। এছাড়াও স্কুলের ছাত্র-ছাত্রীদের দ্বারা ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here