১১ টা বাজলেও দেখা মেলে না সরকারি কর্মচারীদের, অভিযোগ খড়ার পৌরসভার বিরুদ্ধে

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: ঘড়ির কাঁটায় ১১ টা বাজেলেও দেখা মিলল না পৌর কর্মচারীদের, এমনটাই অভিযোগ ঘাটাল মহকুমার খড়ার পৌরসভার বিরুদ্ধে। দীর্ঘদিন ধরেই এরকম অভিযোগ উঠে আসছে। পৌরসভার প্রতিটি চেয়ার ফাঁকা এবং ঘর অন্ধকার। মাত্র একজন কর্মচারী পৌরসভার ভেতরে। ঘড়ির কাঁটা ১১ টা ছুঁলেও দেখা মেলে না পৌর কর্মচারীদের। অথচ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পৌরসভার ভেতরে সাধারণ মানুষের ভিড় বাড়তে থাকে বিভিন্ন কাজের জন্য। অবশেষে ঘড়ির কাঁটা ১১:৩০ ছুঁতেই আসতে শুরু করেন পৌর কর্মচারীরা। ঘড়ির কাঁটা ১২ টা ছুঁতেই দেখা মিলল আরো দুই কর্মচারীর।

পৌরসভায় আসা সাধারণ মানুষের অভিযোগ, এই ঘটনা আজকের নয় প্রতিদিনের ঘটনা। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় কাজের জন্য। এই বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পৌরসভার চেয়ারম্যান সন্ন্যাসী দোলুই বলেন, এমন কোনো অভিযোগ আমার কাছে আসেনি। পৌরসভা কর্তৃপক্ষ সাধারণ মানুষদের পরিসেবা দিতে সবসময় তৎপর রয়েছে। অভিযোগ আসলে ব্যবস্থা নেব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *