আমাদের ভারত, ব্যারাকপুর, ২৯ ডিসেম্বর: তৃণমূল সাংসদ সৌগত রায় বলেছিলেন শুভেন্দু অধিকারীর ঘরে গিয়ে মাইক বাজিয়ে আসবেন। এবার শুভেন্দু অধিকারী বললেন, হরিশ চ্যাটার্জি স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়িতে গিয়ে তিনি পদ্ম ফুটিয়ে আসবেন। পাশাপাশি বলেন, কেন্দ্র ও রাজ্যে এক দলের সরকার চাই, কেন্দ্র ও রাজ্যে একই দলের সরকার না থাকলে কোনও কিছুরই স্বার্থ চরিতার্থ হবে না। উত্তর ২৪ পরগনার খড়দায় বিজেপির জনসভায় এসে এই কথাই বললেন সদ্য তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারী।
দিনকয়েক আগে খড়দা থানার সামনে বিক্ষোভ চলাকালীন বিজেপি করমীদের বেধড়ক লাঠিপেটা করে পুলিশ। বহু কর্মী আহত হন। তার প্রতিবাদে আজ টিটাগড়ের ব্রহ্মস্থান থেকে বিশাল পদযাত্রা করে বিজেপি। মিছিলে ৫০ হাজারের বেশি মানুষ যোগ দিয়েছিল বলে বিজেপির দাবি। মিছিল শেষে খড়দা থানার পাশে জনসভা হয়। জনসভায় বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করে বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারে সভা করে বলেছিল আমার বাড়ির লোকেরা তৃণমূল করে আর আমি বিজেপি করছি তাহলে সেই বাড়িতে যেতে আমার লজ্জা করে না কেনো? বাবুসোনা সবে তো পদ্মের কুড়ি ফুটেছে, আগামী দিনে শুধু আমার বাড়িতে পদ্ম ফুটবে না, আগামী দিনে হরিশ চ্যাটার্জি স্ট্রিটে তোমার বাড়িতে ঢুকেও পদ্ম ফোটাবো। আগামী দিনে সারা রাজ্যে পদ্ম ফুল ফুটবে।
আমি তোলাবাজ ভাইপো হাটাও বলেছিলাম কিন্তু কারুর নাম করিনি অথচ অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারের সভাতে বলছে আমি নারদা, সারদা, রোজভ্যালিতে জড়িত কিন্তু সেটা বিভিন্ন এজেন্সিগুলো তদন্ত করছে। কে দোষী আর কে নির্দোষ তা প্রমাণ হয়ে যাবে।” এদিন বিজেপির জনসভাতে শুভেন্দু অধিকারী ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ অর্জুন সিং, মুকুল পুত্র শুভ্রাংশু রায়, সাংসদ সৌমিত্র খাঁ, বিধায়ক সুনীল সিং সহ উত্তর ২৪ পরগনা জেলার বিজেপি নেতৃত্ব।