আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৪ জানুয়ারি: “তৃণমূল কংগ্রেসে কোনও হেভিওয়েট নেতা হয় না আমাদের দলের আসল শক্তি হল আমাদের দলের কর্মীরা ,তাই তৃণমূল থেকে কে বিজেপিতে চলে গেলো তাতে কিছু যাবে আসবে না।” বসিরহাটে মহিলা তৃণমূল কর্মী ও আশা কর্মীদের নিয়ে জনসভাতে এমনই বললেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
“আসছে আবার মমতা” এই কর্মসূচি নিয়ে আজ বসিরহাট বিদ্যুৎ সঙ্ঘের মাঠে মহিলা তৃণমূল কর্মী ও আশা কর্মীদের নিয়ে জনসভা করলেন চন্দ্রিমা ভট্টাচার্য। বসিরহাট দক্ষিণ বিধানসভার বিধায়ক দিপেন্দু বিশ্বাস এর নেতৃত্বে কয়েক হাজার মহিলা তৃণমূল কর্মী ও আশা কর্মী উপস্থিত ছিলেন।এছাড়া ছিলেন, বসিরহাট ব্লক ১ এর সভাপতি শাহানুর মন্ডল, স্বরূপনগরের বিধায়ক বিনা মন্ডল, টাকি পৌরসভার চেয়ারম্যান সোমনাথ মুখার্জি।
জনসভা শেষে চন্দ্রিমা ভট্টাচার্য সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, তৃণমূল সন্ত্রাসের রাজনীতি করে না, যদি ওরা সন্ত্রাস করে তা আমরা রুখতেও ভয় পাব না। কয়েকজন নেতা চলে গেলেও তৃণমূলের কিছু যায় আসে না, তৃণমূলের বড় ক্ষমতা তৃণমূলের সব সমর্থকরা, মানুষ তাই মমতা ব্যানার্জিকে আবার ২০২১ এ মুখ্যমন্ত্রী করবে।