সপ্তমীতেও পূর্ব বর্ধমান জেলায় করোনা আক্রান্তের গ্রাফ ঊর্ধ্বমুখী

আমাদের ভারত, বর্ধমান, ২৩ অক্টোবর : সপ্তমীতেও পূর্ব বর্ধমান জেলায় করোনা আক্রান্তের গ্রাফ ঊর্ধ্বমুখী। গত ২৪ ঘন্টায় পূর্ব বর্ধমান জেলায় ৯৩ জন আক্রান্ত  হয়েছেন। গত কয়েকদিন ধরেই জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪  ঘন্টায় জেলায় মৃত্যু হয়েছে একজনের।

জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গেছে, আক্রান্ত  ৯৩ জনের মধ্যে ১৭ জনের দেহে উপসর্গ মিলেছে। ৭৬ জন উপসর্গহীন। যারা উপসর্গ হীন তাদের হোম আইশোলেশনে রাখা হয়েছে। বাকিদের বর্ধমানের কোভিড হাসপাতালে পাঠানো হয়।

জেলা প্রশাসন জানিয়েছে এখনো পর্যন্ত জেলায় মোট ৬৬৬৭জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৫৯৪২  জন। চিকিৎসা চলছে ৬৩০ জনের।

এদিন যে ৯৩ জন কোরােনায় আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে বর্ধমান পৌরসভা এলাকায় ২২ জন, দাইহাট পৌরসভায় ৩ জন, কাটোয়া পৌরসভা ৪ জন, কালনা পৌরসভা এলাকায় ২ জন, মেমারি পৌরসভা এলাকায় ১ জন, আউশগ্রাম ২ ব্লকে ১ জন, ভাতার ব্লকে ১ জন, বর্ধমান ১ ব্লকে ৫ জন, বর্ধমান ২ ব্লকে ৩ জন, গলসি ১ ব্লকে ৬জন, গলসি ২ ব্লকে ৪  জন, জামালপুরে ৩ জন, কালনা ১ ব্লকে ২ জন, কাটোয়া ১  ব্লকে ১ জন, কাটোয়া ২ ব্লকে ২ জন, কেতুগ্রাম ১ ব্লকে ২ জন, কেতুগ্রাম ২ ব্লকে ২জন, খন্ডঘােষ ব্লকে ৩জন,মেমারি ১ ব্লকে ৩  জন, মেমারি ২ ব্লকে ২ জন, পূর্বস্থলী ১ ব্লকে ১২ জন, পূর্বস্থলী ২ ব্লকে ৭ জন, রায়না ১ ব্লকে ২ জন আক্রান্ত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *