বিডিওর আশ্বাসেও হচ্ছে না কাজ, রাস্তার দাবিতে বালুরঘাটে প্ল্যাকার্ড হাতে পথ অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ৩১ মার্চ: বিডিওর আশ্বাসের তিন মাস পরেও হয়নি কাজ। বেহাল রাস্তা সারাইয়ের দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের। শুক্রবার সকাল থেকে বালুরঘাট ব্লকের জলঘর মোড়ে প্ল্যাকার্ড হাতে বাসিন্দাদের এমন অবরোধের জেরে সম্পূর্ণ রুপে বন্ধ হয়ে যায় যান চলাচল। যার জেরে চরম দুর্ভোগে পড়েন পথ চলতি মানুষজন। যদিও এই অবস্থান-বিক্ষোভের দীর্ঘ সময় পরেও এলাকায় দেখা যায়নি পুলিশ ও ব্লক প্রশাসনকে।

গ্রামবাসীদের অভিযোগ, জলঘর পঞ্চায়েতের জলঘর থেকে তেলাপুকুর পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার রাস্তা দীর্ঘ বছর ধরেই বেহাল। বর্ষার সময় ওই রাস্তা দিয়ে চলাচল করতে চরম অসুবিধার সম্মুখীন হতে হয় বাসিন্দাদের। তেলাপুকুর গ্রামে প্রায় ১০০টি পরিবারের বসবাস রয়েছে। দুর্ভোগ সত্বেও একমাত্র ওই বেহাল রাস্তা দিয়েই স্কুল কলেজ সহ অফিস, বিভিন্ন কাজে প্রতিনিয়ত যাতায়াত করতে হয় বাসিন্দাদের। অসুস্থ রোগী থেকে শুরু করে গর্ভবতী মা, মুমূর্ষ রোগীকে ওই রাস্তা দিয়ে নিয়ে যেতে চরম হয়রানির মুখে পড়েন গ্রামবাসীরা। প্রায় তিন মাস আগে রাস্তা সারাইয়ের দাবিতে আন্দোলনে নেমেছিলেন গ্রামবাসীরা। যে সময় ব্লক প্রশাসনের পক্ষ থেকে দ্রুত কাজ করার আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু তারপর তিন মাস অতিক্রান্ত হয়ে গেলেও সেই রাস্তা আজও হয়নি। দেখাও মেলেনি প্রশাসনের আধিকারিকদের। এখানেই শেষ নয়, বাসিন্দাদের আরও অভিযোগ, ইন্টারনেটে এই রাস্তাটি পাকা বলেও দেখানো হচ্ছে। আর যার জেরে গ্রামের এই রাস্তা নিয়ে অনেকেই দুর্নীতির গন্ধও পাচ্ছেন।

কল্যাণ দাস, তাপস সরকার ও সুইটি বর্মনরা বলেন, রাস্তা নিয়ে দীর্ঘ বছর ধরে নরক যন্ত্রণা ভোগ করছেন। ছেলে মেয়েরা স্কুলে যেতে চরম সমস্যায় পড়েন। রাত বিরেতে বাড়ির বাইরে যাওয়া যায় না রাস্তার কারণে। এর আগে বিডিও এসে আশ্বাস দিয়ে তাদের পথ অবরোধ তুলে দিলেও কোনো কাজ হয়নি। এদিকে ইন্টারনেটে তারা দেখছেন তাদের এলাকার রাস্তা পাকা হয়ে গিয়েছে। যা থেকে তাদের অনুমান রাস্তা না করেই তার টাকা খেয়ে নিয়েছে কেউ বা কারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *