হাতির তান্ডবে ফসলের ক্ষতি হলেও নির্বিকার বনদপ্তর, ৬ নম্বর জাতীয় সড়কের গুপ্তবনি থেকে কুলটিকরী যাওয়ার রাস্তা অবরোধ গ্রামবাসীদের

পার্থ খাঁড়া, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১ ডিসেম্বর: এলাকায় তান্ডব চালাচ্ছে হাতি। ব্যাপক ফসলের ক্ষতি হচ্ছে, অথচ নির্বিকার বনদপ্তর এই অভিযোগ তুলে বৃহস্পতিবার সকাল থেকে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের ৬ নম্বর জাতীয় সড়ক গুপ্তবনি থেকে কুলটিকরী যাওয়ার গুরুত্বপূর্ণ রাস্তাটি অবরোধ করে গ্রামবাসীরা। পাথরা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাঁকড়া এলাকায় পথ অবরোধ শুরু করেছে বাঁকড়া গ্রাম সহ পার্শ্ববর্তী গ্রামের বহু মানুষ।

জানা গিয়েছে, সাঁকরাইল ব্লকটি খড়্গপুর বনবিভাগের অন্তর্গত। বেশ কয়েকদিন ধরে খড়্গপুর বনবিভাগের কলাইকুন্ডা রেঞ্জের বারডাঙ্গা বিটে ৩০ থেকে ৩৫ টি হাতির একটি দল রয়েছে। হাতির দলটিতে কয়েকদিন আগে একটি শাবকের জন্ম হয়েছে। গ্রামবাসীদের দাবি তাই হাতির দলটি এলাকা ছেড়ে যেতে চাইছে না। দিনের বেলায় সামনের পটাশের জঙ্গলে থাকছে এবং রাত হলে খাবারের সন্ধানে পাকা ধানের জমিতে হানা দিচ্ছে। যার যেরে ব্যাপক ফসলের ক্ষতি হচ্ছে। বনদপ্তরকে বহুবার জানিও বনদপ্তর হাতি তাড়ানোর জন্য উদ্যোগী হয়নি।

অপরদিকে বুধবার সকালে নয়াগ্রাম ব্লকের দিক থেকে সুবর্ণরেখা নদী পেরিয়ে সাঁকরাইল ব্লকের সাঁকরাইলে ঢুকে পড়েছিল প্রায় ৬০ থেকে ৭০ টি হাতির একটি দল। পথ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সাঁকরাইল থানার পুলিশ। গ্রামবাসীদের দাবি, হাতির সমস্যার সমাধান না হলে পথ অবরোধ জারি থাকবে।

আঙ্গল গ্রামের বাসিন্দা সুশীল মাহাতো বলেন, “এলাকায় বেশ কয়েকদিন ধরে দাপিয়ে বেড়াচ্ছে হাতির দল। সামনেই মকর পরব, তার আগেই পাকা ধান তছনছ করে দিচ্ছে হাতি। বনদপ্তরকে বহুবার জানিও তারা কোনো ব্যবস্থা গ্রহণ করেনি”। পথ অবরোধের জেরে গুপ্তবনি থেকে কুলটিকরি যাবার রাস্তায় যান চলাচল ব্যাহত হয়। রাস্তার দুদিকে দাঁড়িয়ে বেশ কিছু পণ্যবাহী লরি ও যাত্রীবাহী বাস।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here