নির্বাচন ঘোষণা না হলেও পশ্চিমবাংলায় প্রধানমন্ত্রী কেন আসছেন, প্রশ্ন সৌগত রায়ের

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদীয়া, ৭ ফেব্রুয়ারি:
নির্বাচন এখন ও ঘোষণা হয়নি। কিন্তু প্রধানমন্ত্রী বারবার হনুমানের মতো লাফিয়ে পশ্চিমবাংলায় আসছেন। ২৯টা রাজ্যের কোথাও না গিয়ে পশ্চিমবঙ্গে আসছেন। এদিকে দিল্লির সীমান্তে কৃষকরা আন্দোলন করছে। নবদ্বীপে এক সাংবাদিক সম্মেলনে তৃণমূল সাংসদ সৌগত রায় এভাবেই প্রধানমন্ত্রীকে আক্রমণ করেন।

রবিবার নবদ্বীপ সরকারপাড়ায় এক জনসভায় এসেছিলেন সাংসদ সৌগত রায়। সেখানে তিনি এক সাংবাদিক সম্মেলনে বলেন, গতকাল বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎপ্রসাদ নাড্ডা নবদ্বীপে এসেছিলেন। তার উপস্থিতিতে প্রায় কুড়ি হাজার লোক হয়েছিল। এখানে বিজেপির কিছু নেই। চৈতন্যদেবের নামের সুবিধা নিতে এসেছিল কিন্তু ওরা এখানে কিছু পাবে না। আজ প্রধানমন্ত্রী হলদিয়া এসেছেন।তিনি যে দলীয় সভা করছেন সেখানেও তিনি সরকারি মঞ্চ ব্যবহার করছেন।

এরপর মঞ্চ থেকে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে তিনি বলেন, এখনও নির্বাচন ঘোষণা হয়নি, কিন্তু তাতেই হনুমানের মতন বারবার লাফিয়ে পশ্চিমবাংলায় আসছে। তাঁর আরো অভিযোগ, নেতাজির নথির নামে যে ছবিগুলো প্রদর্শন করা হয়েছে সেগুলো সঠিক নয়। সেগুলো আপনারা কাগজে দেখেছেন, সে হাতের লেখা নেতাজির নয়।

আজ হলদিয়ার প্রধানমন্ত্রীর আসার প্রসঙ্গে তিনি বলেন, হলদিয়ায় যে প্রজেক্ট হচ্ছে সেটা হতে ১০ বছর লাগবে। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে বারবার তিনি বাংলায় আসছেন। ওনার লজ্জা হয় না। একটা প্রধানমন্ত্রী হয়ে ২৯ টা রাজ্যের কোথাও না গিয়ে শুধু পশ্চিমবাংলায় আসছেন। ওদিকে দিল্লির সীমান্তে কৃষকরা অবরুদ্ধ করে রেখেছে।
এরপর তিনি বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে বেনজির আক্রমণ করেন। তাঁর অভিযোগ দিলীপ ঘোষ, মেট্রিক পাস না করলেও আইটিআইয়ে ভর্তি হয়েছিলেন, দিলীপ ঘোষ সেই আইটিআই পাস করেছেন। দিলীপ ঘোষ অসভ্য লোক। করোনার সময় দিলীপ ঘোষ বলেছিলেন করোনা হয়নি মমতা ঢং করে লকডাউন ডেকেছে।
সৌগতবাবু বলেন যদি তৃণমূল পাল্টাতে শুরু করে তাহলে দিলীপ ঘোষকে নবদ্বীপের গঙ্গায় ঝাঁপ দেওয়া ছাড়া উপায় থাকবে না।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here