প্রতিদিন মেয়েকে উত্যক্ত করতো মুসলিম যুবকের দল, প্রতিবাদ করায় মাথা দেহ থেকে আলাদা করে দেওয়া হল বাবার

আমাদের ভারত, ১৪ মে: দিনের পর দিন মেয়ের শ্লীলতাহানি হতো। ঘটনার প্রতিবাদ করায় বাবার মুন্ডু কেটে শাস্তি দিল একদল মুসলিম যুবক বলে অভিযোগ। পাকিস্তানের এই ঘটনার কথা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে।

পাকিস্তানি সংখ্যালঘু হিন্দুদের অবস্থা অত্যন্ত শোচনীয়। নারী নির্যাতন থেকে ধর্মীয় হিংসা একাধিক ক্ষেত্রে বহু হেনস্তার শিকার হচ্ছে হিন্দু সম্প্রদায়ের মানুষ। জানা গেছে, বেশ কিছুদিন ধরেই রেশমা ভিল নামে এক হিন্দু তরুণীকে একদল মুসলিম যুবক উত্তক্ত করছিল। মেয়ের সঙ্গে হওয়া এই ব্যবহারের প্রতিবাদ করেন শাহাদাতপুর এলাকার বাসিন্দা বছর পঞ্চাশের আমলাখ ভিল। তিনি মুসলিম যুবকদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করার হুঁশিয়ারি দেন। সেই মতো আমলাখ ওই উত্ত্যক্তকারী মুসলিম যুবকদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়েরও করেন। কিন্তু পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ।

এরপর মঙ্গলবার আমলাখকে খুন করে ওই যুবকের দল বলে অভিযোগ। জানা গেছে, প্রচন্ড মারধর করার পর দেহ থেকে মাথা কেটে ফেলা হয়। কিন্তু পাক পুলিশের তরফে অজুহাতের সঙ্গে সাফাই দিয়ে বলা হয়েছে, আমলাখির মেয়ে অভিযুক্তদের শনাক্ত করতে পারেননি, তাই অভিযোগের কিনারা করা যায়নি।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here